ভারতের কেরালার কালিকটে শুরু হচ্ছে ২৫তম ওয়ার্ল্ড ফুটভলি চ্যাম্পিয়নশিপ-২০২৩। ১৬ দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। যেখানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটভলি দল।
ফুটভলি বিশ্বকাপে অংশ নিতে আজ (২২ ফেব্রুয়ারি) ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেবে ৮ সদস্যের বাংলাদেশ দল। তাদের মধ্যে ৬ জন খেলোয়াড় এবং দুজন কোচ ও কর্মকর্তা রয়েছেন। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি)-এর পৃষ্ঠপোষকতা করছে।
উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে সিরিয়া, জর্ডান, রোমানিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিউনিসিয়া, নেপাল, ইরাক, ভারত (এ), ভারত (বি), নেদারল্যান্ডস, আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টার্গেট সম্পর্কে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। আমাদের টার্গেট ভালো খেলা উপহার দিবো। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করব। নির্দিষ্ট করে বললে আমাদের টার্গেট সেমিফাইনাল খেলা। যদিও ফ্রান্স, রোমানিয়া, ভারত, হল্যান্ডের মতো শক্তিশালী দল খেলবে এখানে।’
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪৬ ১৪৮ বার পঠিত