ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২২ : একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য আ.স. ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম এবং মোকাব্বির খান অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে বিগত ১৪তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে সাধারণ মানুষের জমির ন্যায্যমূল্য প্রাপ্তিতে ভূমি অধিগ্রহণ ও বাজারমূল্য নির্ধারণে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।
কমিটি “সরকারি চাকরি (সংশোধন) বিল ২০২৩” সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে পাসের জন্য উত্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:০৭:১৩ ২০৪ বার পঠিত