একটি দৃশ্যে হলেও রেখাকে ‘হীরামান্ডি’ সিরিজে চান সঞ্জয় লীলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটি দৃশ্যে হলেও রেখাকে ‘হীরামান্ডি’ সিরিজে চান সঞ্জয় লীলা
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



একটি দৃশ্যে হলেও রেখাকে ‘হীরামান্ডি’ সিরিজে চান সঞ্জয় লীলা

সঞ্জয় লীলা বানসালির সিনেমাগুলো এক একটা রূপকথার গল্প। সেট থেকে গল্পের বুননে সবকিছুতেই থাকে একটা অন্যরকম অনুভূতি। সে ‘দেবদাস’ হোক বা ‘রামলীলা’, পরিচালকের পরিচালনায় যেন, জাদু আছে। আর এবার সামনে এল তার প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’। এই সিরিজেই তিনি খুব করে চান বলিউড সেনসেশন ‘রেখা’ কে।

গত শনিবার মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ডেবিউ সিরিজের প্রথম ঝলক। ‘হাম দিল দে চুকে সনম’, ‘রামলীলা’ থেকে শুরু করে ‘বাজিরাও মাস্তানি’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’- দর্শকদের একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই সঞ্জয়ই পা রাখলেন ওয়েব দুনিয়ায়। শিগগিরই আসছে তার সিরিজ ‘হীরামান্ডি’।

এদিকে বলিউড সেনসেশন ‘রেখা’ বহুদিন ধরে সিনেমায় ধরা দেননি। তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে প্রায়ই দেখা যায়। বর্তমানে ওটিটির জোয়ারেও কোনোভাবেই গা ভাসাননি তিনি। এরই মধ্যে খবর শোনা গেল সঞ্জয় লীলা তার প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’তে চেয়েছেন রেখাকে।

যদিও এরই মধ্যে আবারও খবর পাওয়া যায়, সঞ্জয়ের ‘হীরামান্ডি’-তে থাকছেন রেখা। কিন্তু আসলে এটি ছিল গুজব, রেখা থাকছেন না এই সিরিজে।

সম্প্রতি জানা গেল, অভিনেত্রী নিজে আগ্রহী না হলেও পরিচালক বারবার অভিনেত্রীকে চেয়েছেন এই সিরিজে। আটটি পর্ব করা হবে সিরিজটির।

সঞ্জয় চেয়েছিলেন, রেখা যেন এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। কিন্তু অভিনেত্রীর অনাগ্রহের কারণেই তখন কথাবার্তা খুব বেশি এগোয়নি।

পরিচালক অবশ্য হাল ছেড়ে দেননি। এখনো কথা চালাচালি হচ্ছে দুজনের মধ্যে। এখন অবশ্য রেখাকে ছোট একটি চরিত্রে চাইছেন সঞ্জয়। গুঞ্জন শোনা যাচ্ছে, একটি বিশেষ গানের দৃশ্যে অন্তত রেখাকে চাইছেন পরিচালক। বানসালি নাকি এখনো দৃঢ়প্রতিজ্ঞ, রেখাকে ‘হীরামান্ডি’তে তিনি নেবেনই, ছোট চরিত্র হলেও।

এই সিরিজে ১৯৪০-এর দশকের টালমাটাল স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে উঠে আসবে যৌনপল্লি ও গণিকাদের জীবন। তাদের জীবনের ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকারের দ্বন্দ্ব, রাজনীতির কাহিনি সঞ্জয় বুনেছেন নিজস্ব ভঙ্গিমায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৩:২০:৪১   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু অভিঘাত মোকাবিলায় অভিযোজন কার্যক্রম জোরদার করা হবে - পরিবেশ উপদেষ্টা
মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে - স্বাস্থ্য উপদেষ্টা
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
একনেকে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন
আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ