একটি দৃশ্যে হলেও রেখাকে ‘হীরামান্ডি’ সিরিজে চান সঞ্জয় লীলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটি দৃশ্যে হলেও রেখাকে ‘হীরামান্ডি’ সিরিজে চান সঞ্জয় লীলা
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



একটি দৃশ্যে হলেও রেখাকে ‘হীরামান্ডি’ সিরিজে চান সঞ্জয় লীলা

সঞ্জয় লীলা বানসালির সিনেমাগুলো এক একটা রূপকথার গল্প। সেট থেকে গল্পের বুননে সবকিছুতেই থাকে একটা অন্যরকম অনুভূতি। সে ‘দেবদাস’ হোক বা ‘রামলীলা’, পরিচালকের পরিচালনায় যেন, জাদু আছে। আর এবার সামনে এল তার প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’। এই সিরিজেই তিনি খুব করে চান বলিউড সেনসেশন ‘রেখা’ কে।

গত শনিবার মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ডেবিউ সিরিজের প্রথম ঝলক। ‘হাম দিল দে চুকে সনম’, ‘রামলীলা’ থেকে শুরু করে ‘বাজিরাও মাস্তানি’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’- দর্শকদের একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই সঞ্জয়ই পা রাখলেন ওয়েব দুনিয়ায়। শিগগিরই আসছে তার সিরিজ ‘হীরামান্ডি’।

এদিকে বলিউড সেনসেশন ‘রেখা’ বহুদিন ধরে সিনেমায় ধরা দেননি। তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে প্রায়ই দেখা যায়। বর্তমানে ওটিটির জোয়ারেও কোনোভাবেই গা ভাসাননি তিনি। এরই মধ্যে খবর শোনা গেল সঞ্জয় লীলা তার প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’তে চেয়েছেন রেখাকে।

যদিও এরই মধ্যে আবারও খবর পাওয়া যায়, সঞ্জয়ের ‘হীরামান্ডি’-তে থাকছেন রেখা। কিন্তু আসলে এটি ছিল গুজব, রেখা থাকছেন না এই সিরিজে।

সম্প্রতি জানা গেল, অভিনেত্রী নিজে আগ্রহী না হলেও পরিচালক বারবার অভিনেত্রীকে চেয়েছেন এই সিরিজে। আটটি পর্ব করা হবে সিরিজটির।

সঞ্জয় চেয়েছিলেন, রেখা যেন এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। কিন্তু অভিনেত্রীর অনাগ্রহের কারণেই তখন কথাবার্তা খুব বেশি এগোয়নি।

পরিচালক অবশ্য হাল ছেড়ে দেননি। এখনো কথা চালাচালি হচ্ছে দুজনের মধ্যে। এখন অবশ্য রেখাকে ছোট একটি চরিত্রে চাইছেন সঞ্জয়। গুঞ্জন শোনা যাচ্ছে, একটি বিশেষ গানের দৃশ্যে অন্তত রেখাকে চাইছেন পরিচালক। বানসালি নাকি এখনো দৃঢ়প্রতিজ্ঞ, রেখাকে ‘হীরামান্ডি’তে তিনি নেবেনই, ছোট চরিত্র হলেও।

এই সিরিজে ১৯৪০-এর দশকের টালমাটাল স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে উঠে আসবে যৌনপল্লি ও গণিকাদের জীবন। তাদের জীবনের ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকারের দ্বন্দ্ব, রাজনীতির কাহিনি সঞ্জয় বুনেছেন নিজস্ব ভঙ্গিমায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৩:২০:৪১   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা চরমে
বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ