খুলনায় যত্রতত্র ময়লা-আবর্জনার ভাগাড়, বাড়ছে রোগবালাই

প্রথম পাতা » খুলনা » খুলনায় যত্রতত্র ময়লা-আবর্জনার ভাগাড়, বাড়ছে রোগবালাই
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



খুলনায় যত্রতত্র ময়লা-আবর্জনার ভাগাড়, বাড়ছে রোগবালাই

খুলনা শহরের প্রবেশদ্বারের বিভিন্ন এলাকায় নেই ময়লা-আবার্জনা ফেলার নির্দিষ্ট স্থান। উপশহরের বিভিন্ন ওয়ার্ডেও যেখানে সেখানে ফেলা হচ্ছে আবর্জনা। এতে দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নাগরিকরা। ছড়িয়ে পড়ছে রোগবালাই। সমস্যা নিরসনে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা মহানগরীর নিউমার্কেট কাঁচাবাজারের উল্টো দিকে ডাস্টবিন। যেখানে ময়লা রাখায় ডাস্টবিন পেরিয়ে ব্যস্ততম মূল সড়কের মধ্যে চলে আসে ময়লা আবর্জনা। আশপাশের বিভিন্ন এলাকার ছোট ডাস্টবিন থেকে ময়লা এনে পরিচ্ছন্নকর্মীরা ফেলে যান এখানে।

শুধু এই এলাকা নয়, শহরের বিভিন্ন মূলসড়কের পাশে বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে আবর্জনা। নির্ধারিত সময়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে ময়লা নেয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা নেয়া হচ্ছে না। ফলে দিনের একটা বড় সময় ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয় ব্যস্ততম বিভিন্ন সড়কের পাশে। গন্ধে চলাচলে কষ্ট হয় এলাকাবাসীর। এতে নানা প্রকার রোগবালাইও ছড়িয়ে পড়ছে।

অন্যদিকে নগরীর ৯নং ওয়ার্ডের বাস্তুহারার কলোনির চিত্র আরও ভয়াবহ। বড় কলোনির পাশ থেকে বয়ে যাওয়া ড্রেন আর খালেই ময়লা ফেলেন অধিকাংশ বস্তিবাসী। ফলে ড্রেনেই ময়লার স্তূপ জমেছে। বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ।

নিউমার্কেট সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাব্বির হোসেন জানান, নিউমার্কেট একটি অভিযাত এলাকা। এখানে বিভিন্ন শ্রেণির মানুষ কেনাকাটা করতে আসেন। তবে ময়লা আবর্জনার গন্ধে ক্রেতারা এখানে বেশিক্ষণ থাকতে পারেন না। নিয়মিত সিটি করপোরেশন ময়লা নিলে হয়তো গন্ধ কিছুটা কম হতো। কিন্তু সেটাও নেয়া হয় না।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাবেক সভাপতি সেখ মোশাররফ হোসেন বলেন, এই সড়কের পাশ দিয়েই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, একাধিক স্কুলে যাওয়ার পথও। ফলে এই সড়ক দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। কিন্তু ময়লা আবর্জনার গন্ধে এ পথে যাতায়াত করতে মানুষের দুর্ভোগ হচ্ছে। এ জায়গা থেকে ডাস্টবিন সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

খুলনা সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন বলেন, ময়লা অপসারণে শুধু সিটি করপোরেশনকে কাজ করলেই হবে না, সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। নাগরিকদের নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান তিনি।

ময়লা আবর্জনা অপরসারণে নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে জানিয়ে খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য নিষ্কাশন কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, এখন ৪০ ট্রাকে শহরের ময়লা আবর্জনা সরিয়ে নেয়া হচ্ছে। নতুন প্রকল্পে আরও ১৫ ট্রাক কেনা হচ্ছে। এতে আরও দ্রুত ময়লা অপসারিত হবে।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৪০   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন
শেষ মুহূর্তে জমজমাট খুলনার ঈদবাজার; পাকিস্তানি পোশাকে ঝুকছেন তরুণীরা
কার্গো টার্মিনালে আন্তর্জাতিক বন্দরে রূপ পেল বেনাপোল
সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে, কারণ জানতে তদন্ত কমিটি গঠন
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনায় মোমবাতি প্রজ্বলন
মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা, ৫ জলদস্যু আটক
চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে ভয়াবহ আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ