মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু করলেন সেনাবাহিনী প্রধান

প্রথম পাতা » খেলাধুলা » মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু করলেন সেনাবাহিনী প্রধান
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু করলেন সেনাবাহিনী প্রধান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ)সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-এর কো-চেয়ারম্যান, সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মাঠে মশাল প্রজ্জ্বলনের উদ্বোধন করেন।
পরে প্রজ্জ্বলিত মশালটি হকি তারকা রাসেল মাহমুদ জিমি ও শুটার কামরুন্নাহার কলির হাতে তলে দেন। মশালটি দেশ বরেণ্য বিভিন্ন ক্রীড়াবিদের হাত ঘুড়ে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে জাজিরা-মাওয়া হয়ে বিওএ ভবনে পৌঁছায়। এরপর সেখান থেকে আবাহনী মাঠ হয়ে ঢাকা আর্মি স্টেডিয়ামে পৌঁছানোর কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সাথে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন, তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এসব তরুণদের সমন্বয়ে আমরা জাতীয় দল গুলোকে সমৃদ্ধ করতে পারব, ইনশাল্লাহ।
এ সময় বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার যশোর মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এমবি সাইফ, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, বিওএ কর্মকর্তাগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সেনা প্রধান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৪৬   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ