পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। জনগণের ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের শাল্লা থানা ক্যাম্পাসের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে কাজ করছে। নির্বাচনে আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করতে হয় সে বিষয়ে পুলিশের অভিজ্ঞতা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশেও লেগেছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হচ্ছে।
তিনি বলেন, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন সেই নীতিতে পুলিশ কাজ করছে। পুলিশ বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৯ ১৭৯ বার পঠিত