
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেছেন, শিক্ষা খাতের সব দাবি মেনে নেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লেগেছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়। যখন যা চাওয়া হয়, সরকার তাই দেয়।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দর্শনা ডাকবাংলো অডিটোরিয়াম চত্বরে জেলার কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদরাসা পর্যায়ের শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আলী আজগার বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। উন্নত রাষ্ট্রের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় অনুষ্ঠানে জেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:১৭:২২ ১৭৩ বার পঠিত