রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডা বাংলাদেশের শক্তিশালী অংশীদার : সজ্জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডা বাংলাদেশের শক্তিশালী অংশীদার : সজ্জন
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডা বাংলাদেশের শক্তিশালী অংশীদার : সজ্জন

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিৎ এস সজ্জন আজ বলেছেন, রোহিঙ্গা সংকটের বিষয়ে আরও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে কানাডা বাংলাদেশের ‘খুব শক্তিশালী’ অংশীদার হিসেবে থাকবে।
তিনি বলেন, আমরা (বাংলাদেশ ও কানাডা) একসঙ্গে কাজ করব… যাতে আমরা এই (রোহিঙ্গা) সমস্যাটির ওপর আন্তর্জাতিকভাবে আরও বেশি আলোকপাত করতে পারি এবং মিয়ানমারে যে সমস্যাটি রয়েছে তা তুলে ধরতে পারি।
রোহিঙ্গা শরণার্থীরা যাতে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে সেজন্য তিনি মিয়ানমারের অভ্যন্তরে একটি অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন।
আজ বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কানাডার মন্ত্রী এ কথা বলেন।
এর আগে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন খাত এবং কানাডার ইন্দো-প্যাসিফিক কৌশল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
কানাডার মন্ত্রী বাংলাদেশে এত বিপুল সংখ্যক নির্যাতিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগণকে আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, আমি তাদের অবস্থা (রোহিঙ্গাদের) পরিদর্শন করেছি এবং তাদের বিস্ময়কর সহায়তার জন্য বাংলাদেশের সকলকে ধন্যবাদ জানাতে চাই।
সজ্জন বলেন তার দেশ রোহিঙ্গা এবং বাংলাদেশি আশ্রয়দাতাদের জন্য তহবিল এবং সহায়তা প্রদান অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বঙ্গবন্ধুর দন্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরীকে নির্বাসন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কানাডার মন্ত্রী বলেন, তার সরকার স্বাধীন বিচার বিভাগের সঙ্গে জড়িত নয়। তবে এটি (চৌধুরীর নির্বাসন ইস্যু) যথাযথ প্রক্রিয়ায় চলার জন্য সঠিক হাতে রয়েছে।
কানাডার মন্ত্রী বলেন, তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন কারণ অটোয়া এবং ঢাকা বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবেলায় একসঙ্গে কাজ করছে।
তিনি বলেন, এখানে আসার আগে, আমি জলবায়ুু অভিযোজন প্রকল্পগুলোর জন্য ১০ মিলিয়ন ডলার অনুমোদন করেছি যা এসব এগিয়ে নিবে।
সজ্জন বলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়েও আলোচনা করেছেন।
মন্ত্রী কানাডা সরকারের সহায়তায় রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে তার সফরের অভিজ্ঞতাও বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৮   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ