বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস চালু হওয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস চালু হওয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস চালু হওয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : সুদীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকদের এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমানের আয়োজনে এ আনন্দ শোভাযাত্রাটি পৌর এলাকার আরামনগর বাজার জিকে প্লাজা থেকে শুরু হয়ে পৌরসভা, হাসপাতাল, মুক্তিযোদ্ধা সংসদ মোড় প্রদক্ষিণ করে সরিষাবাড়ী প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।

এ সময় আর্জেন্টিনা সমর্থক কমিটির সদস্য সচিব রুকন, যুগ্ম আহবায়ক সাইদ মাহমুদ, মামুন, সদস্য মেসি রুবেল, সুরুজ্জামান সহ ২ শতাধিক আর্জেন্টিনার সমর্থকরা অংশ নেয়। গত কাতার বিশ্বকাপ খেলায় আর্জেন্টিনার ১০৬০ ফুট পতাকা বানিয়ে মাসুদুর রহমান এক আনন্দ রেলি বের করেন ও আর্জেন্টিনার প্রতিটি খেলায় তিনি বিরানি ও ভুনা খিচুড়ির আয়োজন করেন। এছাড়াও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৫ গরু জবাই দিয়ে জামালপুর বাসীকে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত খাওয়াবেন বলে ঘোষণা দেন।

শোভাযাত্রা অংশ নেওয়া ব্রাজিলের সমর্থক আবির জানান, যদিও আমি ব্রাজিল সমর্থক। তবুও বাংলাদেশে আর্জেন্টিনার দুতাবাস চালু হওয়ায় আমি আনন্দিত। আর এ আনন্দে শোভাযাত্রায় আমি অংশ নিয়ে গর্বিত।

আর্জেন্টিনার আরেক সমর্থক মেসি রুবেল বলেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে এতে আমরা সরিষাবাড়ী বাসী খুব খুশি হয়েছি। মেসি ভক্ত মাসুদ চাচার নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নিয়েছি। দুতাবাস চালু হওয়ায় আমরা খুশি।

সরিষাবাড়ী আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহবায়ক মাসুদুর রহমান বলেন, দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দুতাবাস চালু হওয়ায় আমরা গর্বিত এবং আনন্দিত। আর্জেন্টিনা বাংলাদেশের কৃষি খাতের সক্ষমতা বাড়াতে কৃষিপ্রযুক্তি সরবরাহ করতে পারে।

এতে আর্জেন্টিনা থেকে তুলা, গুঁড়াদুধ, রসুন আমদানির করা যাবে এবং বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরি পোশাক আমদানি করতে পারে। যার ফলে আমরা অর্থনৈতিক ভাবে আরও স্বচ্ছল হতে পারবো। এছাড়াও তিনি এ দুতাবাসের মাধ্যমে আর্জেন্টিনার মেসি সহ তার ফুটবল টিমকে জামালপুরের সরিষাবাড়ীতে আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:১৩   ২১৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, জানালেন পুতিন
গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বিএনপির নামে কেউ চাঁদা নিতে আসলে বেঁধে রাখবেন: সাখাওয়াত
কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার
‘মুক্ত খালেদা জিয়া’ ছাত্র-জনতার আন্দোলনের অর্জন : নাহিদ ইসলাম
বাংলাদেশ-ভারত আলোচনায় হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করা হতে পারে: পররাষ্ট্র মন্ত্রণালয়
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ