ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় শিশুদের টিকাদান এবং সামাজিক আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর জামালপুর তথ্য অফিসের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদ হলরুমে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী আজিম উদ্দীন বক্তব্য রাখেন। কর্মশালাটি প্রেজেন্টেশন করেন-সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম। কর্মশালা পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের জামালপুর তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন।ওরিয়েন্টেশন কর্মশালায় জনপ্রতিনিধি, ইমাম, গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অনান্যদের মধ্যে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলাল, ইউনিয়ন পরিষদের সচিব মফিজ দুলাল,ইউপি সদস্য আনিছুর রহমান,ফরহাদ হোসেন,ভাটারা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ-প্রার্থী এরশাদ আলী,ভাটারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিল্লোল মেম্বার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:২০:৫০ ১৬৯ বার পঠিত