ঢাকায় একসঙ্গে ১১ যুগলের বিয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় একসঙ্গে ১১ যুগলের বিয়ে
রবিবার, ৫ মার্চ ২০২৩



ঢাকায় একসঙ্গে ১১ যুগলের বিয়ে

এক বা দুই নয়, একসঙ্গে গাঁটছড়া বাঁধলেন ১১ যুগল। এতিম ও প্রতিবন্ধীদের বিয়ে দেয়ার ব্যতিক্রমী এ আয়োজন করে ভোলা উপজেলা সমিতি, ঢাকা। এতে খুশি নবদম্পতি ও অভিভাবকরা।

হাসান ও মিতু। দুজনই জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। কথা বলতে না পারলেও সাজসজ্জায় তো আর বাধা নেই। বিয়ের দিনে হাস্যোজ্জ্বল মুখভঙ্গিতে দেখা গেল তাদের।

শনিবার (৪ মার্চ) রাজধানীর পান্থপথের একটি কনভেনশন সেন্টারে তাদের মতো এতিম ও প্রতিবন্ধী ১১ যুগলের বিয়ের আয়োজন করে ভোলা উপজেলা সমিতি-ঢাকা। এ জন্য ভোলা থেকে তাদের নিয়ে আসা হয় ঢাকায়।

বিয়ের সাজে সাজিয়ে মঞ্চে তোলা হয় বর-কনেকে। সেখানেই সম্পন্ন হয় তাদের বিয়ে। পরে তাদের হাতে তুলে দেয়া হয় নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রী। পাঁচ শতাধিক মানুষ অংশ নেন বিয়ের আয়োজনে। বিবেক গ্রুপ অব কোম্পানির অর্থায়নে এ আয়োজনে খুশি নবদম্পতিরা।

এতিম ও প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ধুমধাম করে বিয়ের আয়োজনে খুশি স্বজনরা। তারা বলছেন, এমন ধুমধাম করে বিয়ে দিতে পারব বলে কল্পনাও করতে পারিনি। এমন সুন্দর পরিবেশে বিয়ে হওয়ায় খুবই আনন্দ লাগছে।

গত কয়েক বছর ধরে এমন আয়োজন করে আসছে সংগঠনটি। আগামী দিনে তাদের কর্মসংস্থানের কথাও জানান আয়োজকরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক এম ইউ গোলাম রসুল বেলাল বলেন, ‘আমরা অনেককে ঘর দিয়েছি। প্রতিটি ঘরের মূল্য ছিল ২ লাখ টাকা। এ ছাড়া অনেককে কাজের ব্যবস্থা করে দিয়েছি; সন্তান সম্ভবা দম্পতিকে অর্থ সহায়তা দিয়েছি। সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি।’

বাংলাদেশ সময়: ১৪:২৩:১৩   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
ফিলিস্তিনের জনগণ আমাদের স্বজন, ইসরায়েল দখলদার রাষ্ট্র: সুজন
বাবার কবরের পাশেই শায়িত হলো রিপন
মুন্সীগঞ্জে শহীদদের কবর জিয়ারত করলেন ৩ উপদেষ্টা
ক্ষমতায় থাকি কিংবা বাহিরে থাকি, উন্নয়নে কাজ করতে চাই: গিয়াসউদ্দিন
সোনারগাঁও সরকারি কলেজে বিদ্যুস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১
বাংলা নববর্ষের মাধ্যমে যেন সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে পারি: ডিসি
রপ্তানি আদেশ স্থগিত নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই : প্রেসসচিব
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক
বিশ্ব মানচিত্রে বদলাচ্ছে জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ