সুজন মাহমুদ যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলায় নারীর ক্ষমতায়ন (ইউ) প্রকল্পের উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টার থেকে শুরু করে সারাদিন ব্যাপী কর্মশালায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের বাস্তবায়নের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ।
তিনি তার বক্তব্যে বলেন, ব্যক্তি থেকে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। একজন মানুষের মানবিক মূল্যবোধ, পারিবারিক ও সামাজিক শিক্ষা, জ্ঞান অর্জন, আচার-আচরণ, সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি গুণাবলীর সমন্বয়ে ব্যক্তিত্ব গড়ে উঠে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ব্যক্তিত্বের নিরিখেই নির্ধারিত তার পারিবারিক ও সামাজিক মর্যাদা। ছোট বেলা থেকে প্রতিটি মানুষ কোন না কোন ব্যক্তিকে নিজের অজান্তে অনুসরণ-অনুকরণ করে। বড় হয়ে তার মত হতে চায়। এসব ব্যক্তিদের কথাবার্তা, আচার-আচরণ ও ব্যক্তিত্ব আমাদের মনে গভীরভাবে রেখাপাত করে। তবে এই অনুসরণটি নির্ভর করে মানুষের জানার ও বোঝার পরিধির উপর। যার জন্য আমি বলতে চাই আমাদের দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি নারীদের ভূমিকা অপরাসীম। কোনো ক্ষেত্রে নারীদের অবদানের কথা ভূলিবার নয়।
উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি’র সভাপতিত্বে ও রিজিওনাল কো অর্ডিনেটর কৃষিবিদ মোঃ আনিছুজ্জামানের সঞ্চালনার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার লিয়াকত আলী, থানার অফিসার ইনচার্জ শেখ ওহিদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুর রহমান শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মেজবাহ উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, গদখালী ইউপি চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল, ঝিকরগাছা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনে সভাপতি মাফরুহা আকবর শিল্পী, নারী উদ্যোক্তা নাসরিন সুলতানা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাসনীন সুলতানা জেনি, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর নার্গিস আখতার, ফয়জুল ইসলাম সহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৮:৩৬:৪৫ ১৫০ বার পঠিত