প্রতি মাসেই বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করা হবে : পাটমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতি মাসেই বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করা হবে : পাটমন্ত্রী
রবিবার, ১২ মার্চ ২০২৩



প্রতি মাসেই বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করা হবে : পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি বহুমুখী পাটপণ্যের প্রসার বাড়াতে দেশে ও বিদেশে পাটপণ্যের আরও প্রদর্শনীর আয়োজন করতে জেপিডিসির কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন ।
তিনি আজ সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় পাট দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বহুমুখী বিক্রয় ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক মো. মাহমুদ হোসেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, অচিরেই সরকারের সফল উদ্যোগে বহুমুখী পাটপণ্য সকলের হাতে হাতে পৌঁছানো সম্ভব হবে। আর এজন্য বেশি বেশি করে দেশে-বিদেশে বহুমুখী পাটপণ্যের প্রদর্শনীর আয়োজন করতে হবে।
জেডিপিসির কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যতো বেশি সম্ভব পাটপণ্যের মেলার আয়োজন করতে হবে। এতে দেশে পাটপণ্যের চাহিদা যেমন বাড়বে তেমনি এ খাতের উদ্যোক্তাদের বিক্রিও বাড়বে। এতে করে তারা দেশের বাইরেও পাটপণ্য রফতানি করতে উৎসাহী হবে ।
মন্ত্রী বলেন, পাটপণ্য দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে। এখন আমাদের আরো উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। সরকার উদ্যোক্তা তৈরি করতে আগ্রহী। কারণ উদ্যোক্তা ছাড়া দেশের কোন ভবিষ্যত নেই।
পাটপণ্যের উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, পণ্যের গুণগত মান বাড়ানোয় আরো বেশি মনযোগী হতে হবে। পণ্য বহুমুখী করার পাশাপাশি পাটপণ্যের নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত পণ্যকে বর্ষপণ্য-২০২৩ এবং সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারী করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতে, পাটপণ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে। সে লক্ষ্যে পাটখাতের অংশীজনসহ বছরব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রদর্শনী, সেমিনার, সভা ও প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশের প্রত্যেকটি জেলা ও বিভাগীয় শহরের পাশাপাশি কক্সবাজারের সমুদ্র সৈকতে ও পাটসমৃদ্ধ ফরিদপুর জেলায় পাট ও পাটজাতপণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হচ্ছে।
আজ ১২ মার্চ থেকে ১৬ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এবার মেলায় ৭২টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তাগণ ২শ’৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন। প্রদর্শনীতে পাটের প্রায় সব পণ্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪২:৪১   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যাত্রীবাহী ট্রেনে মিলল ৪ কোটি টাকার এলএসডি ও গহনা
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ শিকারি গ্রেফতার
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন নেতা আটক
অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে: প্রধান বিচারপতি
বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সে দেশের জনগণ: যুক্তরাষ্ট্র
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
২০২৬ সালে এলডিসি উত্তরণ, পেছনে ফেরার পথ নেই : বিশেষ সহকারী
জুলাই গণঅভ্যুত্থানে বেরোবিতে আহত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ