সরিষাবাড়ীতে প্রেমঘটিত বিষয় নিয়ে কলেজ ক্যাম্পাসে মারামারি, ফিরাতে গিয়ে তিন শিক্ষক লাঞ্ছিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রেমঘটিত বিষয় নিয়ে কলেজ ক্যাম্পাসে মারামারি, ফিরাতে গিয়ে তিন শিক্ষক লাঞ্ছিত
সোমবার, ১৩ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে প্রেমঘটিত বিষয় নিয়ে কলেজ ক্যাম্পাসে মারামারি, ফিরাতে গিয়ে তিন শিক্ষক লাঞ্ছিত

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী পিংনা সুজাত আলী অনার্স কলেজের শিক্ষার্থীদের ঝগড়া থামাতে গিয়ে তিন শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে অধ্যক্ষের কার্যলয়ের পাশের ফটকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও কলেজ সূত্র জানায়, কলেজের প্রাক্তন ছাত্র রিফাত তার এক বন্ধুর উপবৃত্তির ফরম জমা দিতে যায় সুজাত আলী অনার্স কলেজে পড়ূয়া স্নাতক শ্রেণীর অপর এক বন্ধুকে সাথে নিয়ে। এ সময় নাঈম ও রাব্বি নামের এইচএসসি ২য় বর্ষের দুই ছাত্র ও বহিরাগত বাবু নামে একজনকে সাথে নিয়ে রিফাতের উপর অতর্কিত হামলা করে।

এ সময় কলেজে ক্লাস চলছিল। হঠাৎ কলেজ ক্যাম্পাসে ঝগড়া ও হট্টগোল দেখতে পেয়ে একে একে তিনজন শিক্ষক ক্লাসরুম হতে বেরিয়ে ঝগড়া থামাতে গেলে ওই তিনজন শিক্ষকই লাাঞ্চিত হন। পরে খবর পেয়ে তারাকান্দি পুলিশ ফাঁড়ির এসআই আমজাদ ও এসআই সুলতান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এঘটনায় দুটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলে জানা যায়।

এ ঘটনার সূত্র ধরে জানা গেছে নাঈম ও রিফাতের মাঝে প্রেমঘটিত বিষয় নিয়ে ইতোপূর্বে ঝগড়া হয়ে ছিল। সেই পূর্ব শত্রতার জের ধরেই আজ কলেজ ক্যাম্পাসে রিফাতকে দেখতে পেয়ে নাঈম গং মারপিট করে বলে জানিয়েছে বিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে অত্র কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ বলেন, নারী ঘটিত পূর্ব শত্রুতার জের ধরেই নাঈম ও রিফাতের মাঝে ঝগড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি যেহেতু কলেজ ক্যাম্পাসে ঘটেছে। তাই স্থানীয় নেতৃবৃন্দ ও উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে মীমাংসা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫৬   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ