কক্সবাজারে বিপুল মাদকসহ ৩ চোরাকারবারি আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে বিপুল মাদকসহ ৩ চোরাকারবারি আটক
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



কক্সবাজারে বিপুল মাদকসহ ৩ চোরাকারবারি আটক

কক্সবাজারের টেকনাফে তিনজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়ে তাদের কাছ থেকে এক কেজি ২৯৪ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং দুইটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মো. সাকের, মো. জাবের ও মোহাম্মদ ইউনুস।

মঙ্গলবার সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাতে ব্যাটালিয়ন ২-এর অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত অপারেশন অফিসারের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুইটি চোরাচালান প্রতিরোধী টহলদল সেখানে অভিযান চালায়। অভিযানে টহলদল ৮ থেকে ১০ জন ব্যক্তিকে দুইটি কাঠের নৌকাযোগে মায়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে ৮০০ গজ বাংলাদেশের ভিতরে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে। নৌকাদুটি শূন্য রেখা অতিক্রম করে জালিয়ারদ্বীপের কাছে আসলে বিজিবি নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করে। নৌকায় থাকা মাদক পাচারকারীরা নাফ নদীতে ঝাপ দিয়ে মায়ানমারের লালদ্বীপের দিকে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল মো. সাকের, মো. জাবের এবং মোহাম্মদ ইউনুস নামের তিনজন মাদক চোরাকারবারিকে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে এক কেজি ২৯৪ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং দুইটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক আইনে করা হয়েছে।

আটককৃত মো. সাকের তিন নম্বর কুতুবপালংয়ের এফডিএমএন ক্যাম্প, ব্লক-ডি/২৩ নম্বরের মোহাম্মদ হোসাইনের ছেলে, মো. জাবের ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্প, ব্লক-জি/৬ নম্বরের আবু সিদ্দিকের ছেলে এবং মোহাম্মদ ইউনুস মায়ানমারের মংডু জেলার শিকদারপাড়া মংডু গ্রামের হাছনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:১৬   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা
রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ
সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি
মেরিন ড্রাইভ এলাকা থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
বিমান বাহিনীর ১২৮তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন নেতা আটক
লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ