রাজধানীতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
বুধবার, ১৫ মার্চ ২০২৩



রাজধানীতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শিলা ও বজ্রবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে বুধবার (১৫ মার্চ) রাজধানী ঢাকায় এ ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

এদিন সকালে এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা দেখা যাচ্ছে।
আবহাওয়ার রাডার ছবি (মোস্তফা কামালের ফেসবুক পেজ থেকে নেয়া)

তিনি আরও জানান, সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে অতিক্রম করতে যাচ্ছে।

রাজধানীর আকাশ সকাল থেকে মেঘলা দেখা যাচ্ছে, এক্ষেত্রে রাজধানীতে ঝড়বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি-না জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিফদফতরের আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ বলেন, সকাল ৮টার দিকে রাজধানীতে কিছুটা বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দুপুরের পর ঝড়-বৃষ্টি হতে পারে।

প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি আরও বলেন, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর আগে ভারতীয় আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এ সপ্তাহেই কালবৈশাখী আঘাত হানার আশঙ্কা রয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা গণেশ কুমার দাশ হিন্দুস্তান টাইমসকে জানান, দেশটির উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি গভীর অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তাই বিহার, ছত্তিশগড়ের দিকে আবহাওয়াসংক্রান্ত কিছু গতিবিধি ধরা পড়ছে, যা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাবে। সেটি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের পর বাংলাদেশের দিকে যেতে পারে। তাই বুধবার থেকে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগের দিন, মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আবহাওয়া অফিসের নদীবন্দরের সতর্কবার্তার বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে অথবা ঝড় হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থার (৩ দিন) ক্ষেত্রে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ সময়: ১১:০৬:৪০   ১৫১ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা চরমে
বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ