বাংলাদেশ কৃষি ও প্রাণিজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ : সালমান এফ রহমান

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশ কৃষি ও প্রাণিজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ : সালমান এফ রহমান
বুধবার, ১৫ মার্চ ২০২৩



বাংলাদেশ কৃষি ও প্রাণিজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ : সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষি ও প্রাণিজ খাদ্যে এখন স্বয়ং সম্পূর্ণ।

বুধবার (১৫ মার্চ) দুপুরে নবাবগঞ্জ উপজেলার সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘প্রাণিসম্পদ, কৃষিখাতেও আমরা ভালো করছি। যদিও আমাদের ছোট দেশ, মানুষও অনেক বেশি। তারপরও আমরা কৃষি, প্রাণিজ, দুধ, ডিম, মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।’

তিনি আরো বলেন, ‘আশা করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাণিসম্পদ ও কৃষিখাতকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারব।’

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহেদা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানস্থলে ৫০টি স্টলে দেশি-বিদেশি জাতের গরু, ছাগল, কুকুর, ভেড়া, গাড়ল, হাঁস, মুরগি, কবুতর, খরগোসসহ বিভিন্ন প্রজাতির পশু ও পাখি প্রদর্শন করা হয়। উপস্থিত অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। বিকেল ৪টায় প্রদর্শনী শেষে তিনটি ক্যাটাগরিতে ৯টি স্টল মালিককে পুরস্কৃত করা হয়।

পরে সালমান এফ রহমান দোহার উপজেলার সরকারি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনসহ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০৭   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ হবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি : এডিবি
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইনসেপ্টা
কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে
নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ
কার্গো টার্মিনালে আন্তর্জাতিক বন্দরে রূপ পেল বেনাপোল
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরো ১০৫ মেট্রিক টন আলু
পর্যটন খাতের উন্নয়নে শ্রীংলকার সহযোগিতার আহ্বান ডিসিসিআই সভাপতির
সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ