বিশ্বকে জলবায়ু সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বকে জলবায়ু সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরিবেশমন্ত্রী
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩



বিশ্বকে জলবায়ু সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিশ্বকে বসবাসযোগ্য হিসেবে টিকিয়ে রাখতে অবশ্যই জলবায়ু সংক্রান্ত বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে হবে।
তিনি আজ সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রুপ পিটারসেন, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামুদি এবং মিশরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিনা মাকারির সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।
সভায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।
পরিবেশমন্ত্রী বলেন, কিছু জটিল জলবায়ু বিষয়ে আমাদের সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য কপ২৮-এ ঐকমত্যে পৌঁছাতে হবে। ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য তহবিলের উৎস অবশ্যই চূড়ান্ত করতে হবে। এই ক্ষয়-ক্ষতির তহবিলগুলি অভিযোজনের জন্য অন্যান্য তহবিলের সাথে কোনো আপস না করে নতুন এবং অতিরিক্ত হওয়া উচিত।
তিনি বলেন, আমাদের ক্ষয় ক্ষতির তহবিলের কাঠামো এবং পরিচালনার পদ্ধতিতেও উল্লেখযোগ্য অগ্রগতি হওয়া দরকার, যাতে এটি যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা যায়।
পরিবেশমন্ত্রী বলেন, ১ দশমিক ৫ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা নাগালের মধ্যে রাখার জন্য ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক গ্রীন হাউজ গ্যাস (জিএইচজি) নির্গমন ৪৩ শতাংশ কমাতে ‘মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম’-এ সকলের ঐক্যমত পোষণ করতে হবে।
তিনি বলেন, কপ ২৯’র সিদ্ধান্ত গ্রহণের জন্য এনসিকিউজি তে কপ ২৮ এ উল্লেখযোগ্য অগ্রগতি থাকতে হবে। আমাদের জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত করতে হবে। এনসিকিউজিতে গৃহীত হওয়ার আগে আমরা উন্নত দেশগুলোর কাছ থেকে ১০০ বিলিয়ন ইউএস ডলারের মাইলফলক অর্জনের জন্যও উন্মুখ হয়ে রয়েছি। কারণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য অর্জন না করে, একটি নতুন লক্ষ্য নির্ধারণ করা দলগুলোর কাছে বিশ্বাসযোগ্য হবে না।
এরপর মন্ত্রী চলতি মাসে কোপেনহেগেন জলবায়ু মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করার জন্য ডেনমার্ক সরকারকে ধন্যবাদ জানান।
উইনি এস্ট্রাপ পিটারসেন বলেন, শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবেই নয়, সফলভাবে এই ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আব্দুল্লা খাসেইফ আলহমুদী আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য কপ-২৮ এ লস এন্ড ড্যামেজ সহ অন্যান্য এজেন্ডার উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫০   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা চরমে
বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ