ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২ আহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২ আহত ১০
রবিবার, ১৯ মার্চ ২০২৩



ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২ আহত ১০

ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রমাটরস্ক শহরে রাশিয়ার হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্ণর এ খবর জানিয়েছেন। রাশিয়া এ হামলায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে বলেও তিনি অভিযোগ করেন।
দোনেৎস্ক অঞ্চলের গভর্ণর পাবলো কিরিলেঙ্কো তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, রুশ বাহিনী একটি পার্ক ও বেশকিছু আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় তারা ক্লাস্টার বোমা ব্যবহার করেছে।
উল্লেখ্য, ক্রমাটরস্ক দোনেৎস্ক অঞ্চলেই অবস্থিত।
তিনি আরো বলেছেন, যত বেশি সম্ভব বেসামরিক লোককে হত্যার জন্যে তারা উদ্দেশ্যমূলকভাবে এ হামলা চালায়।
বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকেরা স্থানীয় সময় বিকেল চারটার কিছু আগে প্রায় এক সঙ্গে ১০টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
এরকিছু পরেই দুই কিলোমিটার দূরের এলাকা থেকেও আরেক দফা বিষ্ফোরণের শব্দ তারা শুনতে পান।
ক্রমাটরস্কের মেয়র আলেকজান্ডার গনচারেঙ্কো এই ক্লাস্টার বোমা হামলায় দুই জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
রাশিয়া অব্যাহতভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অধিকাংশ পশ্চিমা দেশের সমর্থনে করা জাতিসংঘ চুক্তিতে ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারন যুদ্ধ শেষ হওয়ার পরেও এ বোমার হুমকি রয়ে যায়।
রাশিয়া ও ইউক্রেন এ চুক্তিতে স্বাক্ষর করেনি। গত বছর ইউক্রেনে হামলা শুরুর পর থেকে জাতিসংঘ জনবহুল অঞ্চলে রাশিয়ার ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫:১০:৪৮   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লড়াইয়ে রিপাবলিকানদের ‘হাতি’ ও ডেমোক্রেটিক পার্টির ‘গাধা’!
বাংলাদেশ এখন ‘পুরোপুরি বিশৃঙ্খল’, এমন মন্তব্য ট্রাম্পের
নিউইয়র্কে বন্দুক হামলায় ৩ জন নিহত
বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন এরদোয়ান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, নিষেধাজ্ঞার হুমকি দক্ষিণের
নতুন হিজবুল্লাহ প্রধানের কাউন্টডাউন ‍শুরু: ইসরাইল
কমলাকে আগাম ভোট দিলেন জো বাইডেন
হিজবুল্লাহর নতুন প্রধান হলেন নাইম কাসেম
উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা রাশিয়ায়
হামাসের বিরুদ্ধে যুদ্ধে আহত ইসরাইলি কমান্ডারের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ