‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিল বলেই আমরা বাঙ্গালীরা দেশ পরিচালনা করতে পারছি। আমরা মন্ত্রী, এমপি হতে পেরেছি। আমরা আপনাদের সাথে বসে কথা বলতে পারছি, শান্তিপূর্ণ পরিবেশে মানুষ বসবাস করতে পারছে। দেশ স্বাধীন না হলে, পাকিস্তান থাকলে এর কোন কিছুই হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু সেই ব্যবস্থা করে দিয়েছেন, দেশটা স্বাধীন করে দিয়েছেন।’
রবিবার (১৯ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকায় ক্লাব প্রিমিয়াম, আশালয় লিমিটেড এর ক্লাব হাউসের ভিত্তি প্রস্তর স্থাপন এবং নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এসব কথা বলেন।
ক্লাব প্রিমিয়াম, আশালয় লিমিটেড এর সহসভাপতি স্কোয়াড্রন লীডার (অব.) এ এ এম এম সামসুজ্জাহান শামস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ক্লাব প্রিমিয়াম আশালয় লিমিটেড এর সাধারন সম্পাদক গৌতম কুমার দাস, আশালয় প্লট মালিক সোসাইটি’র সভাপতি ব্যারিষ্টার ওমর ফারুক চৌধুরী, ক্লাব প্রিমিয়াম আশালয় লিমিটেড এর মহিলা বিষয়ক সম্পাদক ড. সীমা ইসলাম, ক্লাব প্রিমিয়াম আশালয় লিমিটেড এর যুগ্মসাংগঠনিক সম্পাদক লায়ন এডভোকেট কাজী আশরাফুল হক জুয়েল প্রমুখ।
অপরদিকে, রবিবার (১৯ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকায় আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। সে সময় তিনি বলেন, উন্নত শিক্ষা দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে। সেজন্য বর্তমান সরকার শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক মনিরুল হক মনির, আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা খানসহ নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২২:২৭:০৩ ২০২ বার পঠিত