‘মালয়েশিয়ার সিদ্ধান্তে কোনো উদ্বেগ নেই’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মালয়েশিয়ার সিদ্ধান্তে কোনো উদ্বেগ নেই’
সোমবার, ২০ মার্চ ২০২৩



‘মালয়েশিয়ার সিদ্ধান্তে কোনো উদ্বেগ নেই’

মালয়েশিয়ার সিদ্ধান্তে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়ার ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়ালি বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘বাংলাদেশ থেকে গৃহকর্মী ও নিরাপত্তাকর্মী নেবে মালায়েশিয়া। মালয়েশিয়ার শ্রমবাজারে আবেদনের কোটা স্থগিতে উদ্বেগের কারণ নেই। চাহিদাপত্র অনুযায়ী আবেদনকারীদের মালয়েশিয়ায় যেতে বাধা নাই।’ তিনি আরো বলেন, ‘আজকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে। মূলত এই মিটিং ছিল দুই দেশের অফিসিয়াল মিটিং। তাদের সঙ্গে যে আমাদের অনলাইন ব্যবস্থা আছে সেটাকে ইন্টিগ্রেট করা। ‌আগে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তারা তা বাস্তবায়ন করতে সম্মত হয়েছে। আমরা আশা করছি আগামী ১৫ এপ্রিলের মধ্যে এটি বাস্তবায়ন হবে। এখান থেকে কর্মী নেওয়া, ক্লিয়ারেন্স এবং রিক্রুটমেন্টের সঙ্গে তাদের ডাটাবেজের সমন্বয় হবে। এর মাধ্যমে আমাদের দেশ থেকে কর্মী যাওয়ার বিষয়টি আরো পরিচ্ছন্ন হবে।’

প্রবাসী কল্যাণ সচিব বলেন, ‘আমরা যে পরিমাণ ওয়ার্ক অর্ডার পেয়েছি ওই পরিমাণ কর্মী এখন পর্যন্ত বিদেশ যেতে পারেনি। এখানে কিছু সমস্যা আছে। আমরা তাদের ভিসা প্রসেসিং করার জন্য বাড়তি সেন্টার চালু জন্য বলেছি। বিষয়টি যত দ্রুত সমাধান করা যায়- তা দেখবে বলে জানিয়েছে।’

সচিব বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ যেন কম হয় এই বিষয়গুলোও আলোচনা হয়েছে। এ ছাড়াও যে ক্ষেত্রগুলো আছে তারা যেন সেগুলো মনিটরিং করে। আলোচনার মূল বিষয় ছিল প্রসেসিংটাকে ত্বরান্বিত করা। সেই সঙ্গে কর্মী কতো পাঠানো যায় সেই বিষয়টি নিয়ে আলোচন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:২২   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাজু ভাস্কর্যে ঢামেক শিক্ষার্থীদের উপস্থিতি প্রেরণা জোগায়: আসিফ মাহমুদ
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জানালেন ফখরুল
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ