কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। আর ফাইনালে চাইনিজ তাইপেকে ৪২-২৮ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে বাংলাদেশ দল।

মঙ্গলবার (২১ মার্চ) শহীদ নূর হোসেন স্টেডিয়ামে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা।

যদিও ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই উৎসবে মেতেছিল পুরো ভলিবল স্টেডিয়াম। কারণ, স্কোর ব্যবধানে এগিয়ে থাকায় বিজয় আগেই থেকেই নিশ্চিত হয়েছিল। আর ফাইনালে জাতীয় পতাকা উড়িয়ে ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’ গানে উৎসবে মাঠে গ্যালারিতে থাকা দর্শকরা।

এদিন অন্যদিনের তুলনায় কিছুটা কঠিনই ছিল তুহিন তরফদারদের লড়াই। কারণ, ম্যাচের শুরুর দিকে একপর্যায়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ দল। কিন্তু দ্রুতই ম্যাচে ফিরে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষে ২০-১৪ ব্যবধানের লিড নিয়ে মাঠ ছাড়ে গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই লোনা আদায় করে নেয় স্বাগতিক দল। আর ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে আবারও লোনা আদায় করে বাংলাদেশ দল। দ্বিতীয় লোনা শেষ বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩৭ আর চাইনিজ তাইপেই ২১। ম্যাচের শেষ দিকে আরও পয়েন্ট কমতে থাকে চাইনিজ তাইপের। বাংলাদেশের তখন অপেক্ষা শুধু শিরোপা উঁচিয়ে ধরার। শেষ পর্যন্ত ৪২-২৮ ব্যবধানে হ্যাটট্রিক শিরোপার মিশনে সফল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৪:০৬:৩৬   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে স্তব্ধ করে ভ্যালেন্সিয়ার জয় উদযাপন
পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের
৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ
মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি
শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড
টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেই অবসরে যেতে চান মার্টিনেজ
চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ