২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে টেনিসে অন্যতম স্থান করে নিবে : খালিদ মাহমুদ চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে টেনিসে অন্যতম স্থান করে নিবে : খালিদ মাহমুদ চৌধুরী
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে টেনিসে অন্যতম স্থান করে নিবে : খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং টেনিস ফেডারেশন সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে টেনিসে অন্যতম স্থান করে নিবে।
তিনি বলেন, আমরা টেনিস খেলার অঙ্গনে একজনের সন্ধানে আছি, যিনি টেনিসের মাধ্যমে বাংলাদেশকে সমস্ত পৃথিবীতে পরিচয় করে দিবেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী আজ মঙ্গলবার ঢাকায় শাহবাগস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত ‘স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সকলের সহযোগিতায় পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের টেনিস খেলোয়াড়রা বিশ্বে ছড়িয়ে পড়বে। গণমাধ্যম টেনিসের সাথে থাকলে শুধু ঢাকা নয়, উপজেলা পর্যায়েও টেনিস খেলা পৌঁছে যাবে। আগে জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়দের নাম মানুষ জানত, সে অবস্থান তৈরি করতে হবে।
আমাদের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘‘তাঁর জন্ম না হলে দেশ স্বাধীন হতোনা। টেনিস ফেডারেশন হতোনা, আমরা বাংলাদেশ টেনিস ফেডারেশনের নাম বলতে পারতাম না।’’
‘‘বঙ্গবন্ধু ক্রীড়ামোদি ছিলেন, খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা ক্রীড়ামোদী ও খেলোয়াড় ছিলেন’’-এমনটি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদি ব্যক্তিত্ব। তাঁর সার্বিক ব্যবস্থাপনায় টেনিস ফেডারেশন সুন্দর রূপ পেয়েছে। শুধু টেনিস নয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত ক্রীড়াঙ্গন আলোকিত হচ্ছে।
প্রতিমন্ত্রী খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৮ থেকে ২১ মার্চ ‘স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা ২০২৩’ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স রমনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো. মোতাহার হোসেন সাজু, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, যুগ্ম-সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় মেহেরপুর ক্লাব, ঢাকা ক্লাব লি:, শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, জামালপুর ক্লাব, গুলশান ক্লাব লি:, মানিকগঞ্জ ক্লাব, শেরপুর ক্লাব, আমেরিকান ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, নেভি ক্লাব, অফিসার্স ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঝালকাঠি টেনিস ক্লাব, উত্তরা ক্লাব লি:, ইমপেক্ট টেনিস একাডেমী, নওগাঁ টেনিস ক্লাব থেকে শতাধিক খেলোয়াড় পুরুষ একক, মহিলা একক, বালক একক অনূর্ধ্ব-১৬ বছর, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর ইভেন্টে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০:১৯:২৯   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
স্ত্রীকে হত্যার দায়ে ২৫ বছর পর বৃদ্ধ স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
বন্দরে পাঁচ যুবক আটক, র‌্যাবের দাবি ‘মাদক কারবারি’
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায়
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র
বিমান বাহিনীর ১২৮তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ