বিসমিল্লাহির রাহমানির রাহিম:
সূরা আনআম
মক্কায় অবতীর্ণ।
৭. যদি আমি তোমার প্রতি লিখিত কোন কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা নিজেদের হাত দ্বারা স্পর্শও করতো; তবুও কাফের লোকেরা বলত, ‘এটা প্রকাশ্য যাদু ছাড়া আর কিছুই নয়।’
৮. আর তারা বলে থাকে, তার কাছে কোন ফেরেশতা কেন পাঠানো হয় না? আমি যদি প্রকৃতই কোন ফেরেশতা অবতীর্ণ করতাম তাহলে যাবতীয় বিষয়েরই চূড়ান্ত সমাধান হয়ে যেত, অতঃপর তাদেরকে কিছু মাত্রই অবকাশ দেয়া হত না।
৯. আর যদি কোন ফেরেশতাকেও রাসূল করে পাঠাতাম তাহলে তাকে মানুষ রূপেই পাঠাতাম; এতেও তারা ঐ সন্দেহই করত, যে সন্দেহ ও প্রশ্ন এখন তারা করছে।
আল হাদিস
আল্লাহর রহমত তাঁর ক্রোধের উপর বিজয়ী
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “আল্লাহ যখন সমস্ত মাখলুক সৃষ্টি করেন, তখন তাঁর কাছে ‘আরশের উপর বিদ্যমান একটি কিতাবে লিখে রাখেনঃ আমার রহমত আমার ক্রোধের উপর বিজয়ী হবে। অপর বর্ণনায় আছেঃ (আমার দয়া-অনুগ্রহ) আমার ক্রোধের উপর বিজয়ী হয়েছে। আরেক বর্ণনায় আছেঃ (আমার অনুকম্পা ) আমার ক্রোধের উপর অগ্রগামী হয়েছে।”
[মুত্তাফাকুন ‘আলাইহি, বুখারী: ৩১৯৪ ও মুসলিম: ২৭৫১]
বাংলাদেশ সময়: ০:০৮:৩৭ ১৫০ বার পঠিত