রপ্তানি পণ্য বহুমুখীকরণে সরকার অগ্রাধিকার দিচ্ছে : বাণিজ্য সচিব

প্রথম পাতা » অর্থনীতি » রপ্তানি পণ্য বহুমুখীকরণে সরকার অগ্রাধিকার দিচ্ছে : বাণিজ্য সচিব
বুধবার, ২২ মার্চ ২০২৩



রপ্তানি পণ্য বহুমুখীকরণে সরকার অগ্রাধিকার দিচ্ছে : বাণিজ্য সচিব

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তোরণ পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাবে।এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার রপ্তানি পণ্য বহুমূখীকরণকে অগ্রাধিকার দিচ্ছে। পোশাকের পাশাপাশি হালকা প্রকৌশল,চামড়া, কৃষি প্রক্রিয়াকরণ,ওষুধসহ আরও কিছু পণ্যের রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের (বিএফটিআই) সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। বিএফটিআই কর্মশালার আয়োজন করে।
বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু ও মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফটিআই পরিচালক মো. ওবায়দুল আজম।
তপন কান্তি ঘোষ বলেন, শুধু তৈরি পোশাকের উপর রপ্তানি নির্ভরশীল হয়ে এলডিসি উত্তোরণ চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। আমরা যদি আরও কিছু পণ্য রপ্তানি বাড়াতে পারি, তাহলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
অনুষ্ঠানে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন রপ্তানি বাড়ানোর জন্য বাণিজ্যিক প্রক্রিয়া সহজ ও ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস করার পক্ষে অভিমত দেন।
কর্মশালায় বেসরকারিখাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৩৬   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ হবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি : এডিবি
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইনসেপ্টা
কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে
নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ
কার্গো টার্মিনালে আন্তর্জাতিক বন্দরে রূপ পেল বেনাপোল
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরো ১০৫ মেট্রিক টন আলু
পর্যটন খাতের উন্নয়নে শ্রীংলকার সহযোগিতার আহ্বান ডিসিসিআই সভাপতির
সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ