সিদ্ধিরগঞ্জে ৭৬৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ৭৬৫ বোতল ফেনসিডিলসহ আটক ১
বুধবার, ২২ মার্চ ২০২৩



সিদ্ধিরগঞ্জে ৭৬৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি চক্রের মূলহোতা মো. ফয়সাল বেপারীকে আটক করেছে র‌্যাব-৩। এসময় মাদকের পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ৭৬৫ বোলত ফেনসিডিল, দুটি মোবাইল ফোন এবং নগদ আঠারো’শ ৩০ টাকা জব্দ করা হয়।

বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে চিটাগাংরোড এরিয়া থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, আটককৃত মাদক চোরাকারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। উক্ত আসামি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকের চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। মানুষের চোখকে ধুলো দিয়ে মূলত তিনি পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করার ছলে ট্রাকে করে পণ্যের আড়াঁলে অবৈধ ফেন্সিডিল, গাঁজাসহ অন্যান্য মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকতেন। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে আটক করতে সক্ষম হয় তারা।

অধিনায়ক আরও জানান, উক্ত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গত ০৩/০১/২০২৩ তারিখের একটি মাদক মামলা রয়েছে। সে মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছে। এছাড়াও এ আসামির মাদক কারবারের সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। এসকল সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৮:২৫:১৬   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ