বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগ

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগ
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩



বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগ

রেকর্ডগড়া দুর্দান্ত এক ইনিংস খেলেও বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষ হয়েছিল নিষ্ফল। সেই ম্যাচে বৃষ্টিই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। যার কারণে এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ডকে সিরিজ হারানোর সুযোগ হাতছাড়া হয় তামিম ইকবালদের। তাই আজকের (২৩ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ টাইগারদের সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগ। এক্ষেত্রে আইরিশদের পাশাপাশি তাদের বৃষ্টির সঙ্গেও লড়তে হতে পারে। কেননা আজও মেঘাচ্ছন্ন সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছিল স্বাগতিকরা। সেই ম্যাচে সাকিব আল হাসানরা আইরিশদের রেকর্ড ১৮৩ রানে পরাজিত করেছিল। ব্যাটারদের সেই দাপট অব্যাহত থাকে দ্বিতীয় ওয়ানডেতেও। মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে (৬০ বলে ১০০) ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের (৩৪৯ রান) ম্যাচটা শেষ পর্যন্ত ভেস্তে যায় বৃষ্টিতে।

ওয়নেডে ফরম্যাটে বেশ সফল দল হলেও সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারে টাইগাররা। তাই নিজেদের পুরনো ছন্দ ফিরিয়ে আনার মিশনে আজকের ম্যাচে নামবে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। তবে আগের ম্যাচের মতো পরিত্যক্ত হলে সিরিজ জিতে যাবে বাংলাদেশ। অন্যদিকে, তারা হোঁচট খেলে আইরিশদের সঙ্গে ড্র নিয়েই সিরিজটি শেষ হবে।

এর আগে বুধবার বাংলাদেশের দলের ক্রিকেটাররা দলীয় অনুশীলন করেছেন। এদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গেছে। নেটে বোলিং অনুশীলন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তামিম ইকবালের। তাই এদিন ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন টাইগার এই অধিনায়ক। তাকে অনেক্ষণ নানা খুঁটিনাটি কৌশল দেখিয়ে সঙ্গ দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

একইদিন এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা বোলিং অনুশীলন করেছেন। এমনকি বোলিং অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তও। তবে ছেলে অসুস্থ থাকায় অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম। পরে তিনি আবার দলের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। ব্যক্তিগত কাজ থাকায় সাকিবও যোগ দেন পরে।

শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। নাসুম আহমেদের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ইনজুরি থেকে ফেরা মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান মাহমুদের পরিবর্তে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩:০৮:০০   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল
রেকর্ড গড়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন ইয়ামাল
রিয়ালকে হারিয়ে লিভারপুলের পাঁচে পাঁচ
সর্বোচ্চ রানের রেকর্ডের পর সবচেয়ে বড় জয়
৩ গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারাল সিটি
বায়ার্নের কাছে ফের হারল পিএসজি
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্যারিবিয়ানদের কাছে ২০১ রানে হারল বাংলাদেশ
ইয়ামালের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন বার্সা কোচ
বুমরা-সিরাজে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, বড় জয় ভারতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ