শুটিং সেটে আহত অক্ষয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুটিং সেটে আহত অক্ষয়
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩



শুটিং সেটে আহত অক্ষয়

অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই নিতে পছন্দ করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কোনো রকম বডি ডাবলের সাহায্য নেন না তিনি। তাইতো মাঝে মধ্যে শুটিংয়ে চোট পাওয়ার খবর শোনা যায়। সম্প্রতি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির শুটিং সেটে আহত হলেন ‘বড়ে মিয়াঁ’ অক্ষয়।

জানা গেছে, সহঅভিনেতা টাইগার শ্রফের সঙ্গে বিশেষ একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময়ই লেগে যায় অক্ষয়ের। তবে সৌভাগ্য এই যে, খুব বড় কোনো আঘাত লাগেনি। খিলাড়ি কুমারকে এখন হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে। ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে। তবে ক্লোজআপ শটগুলো দিতে পারছেন অক্ষয়। তাই মোটের ওপর স্কটল্যান্ডের শুটিংয়ের সময়সূচি বিলম্বিত হওয়ার আশঙ্কা নেই।

চলতি মাসের শুরুতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গেও ঘটেছিল একই ধরনের দুর্ঘটনা। হায়দারাবাদে অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে কাজ বন্ধ রেখে ফিরতে হয়েছিল মুম্বাই। ‘প্রজেক্ট কে’ ছবির শুটিংয়ের সময় তিনিও অক্ষয়ের মতো ‘বডি ডাবল’-এর সাহায্য নিতে রাজি হননি। এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন ‘বিগ বি’।

প্রসঙ্গত, আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে টাইগার, অক্ষয় ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা এবং মালায়ালাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমার। মুম্বাইয়ে প্রথম দফার শুটিং শেষে স্কটল্যান্ডের উদ্দেশে উড়াল দেয় ‘বিএমসিএম’ টিম। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৫৭   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অন্যায়ভাবে হত্যা করার ভয়াবহতা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা চরমে
বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ