ভোররাতে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ মরক্কো

প্রথম পাতা » খেলাধুলা » ভোররাতে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ মরক্কো
শনিবার, ২৫ মার্চ ২০২৩



ভোররাতে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ মরক্কো

বিশ্বকাপে ব্যর্থতার মিশন শেষে নতুনভাবে শুরু করতে মাঠে নামছে ব্রাজিল। ফিফা প্রীতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ গেল বিশ্বকাপে চমক দেখানো উত্তর আফ্রিকার দেশ মরক্কো। রোববার (২৬ মার্চ) ভোররাত চারটায় মরক্কোর তানজাহা শহরের ইবনে বাতুতা স্টেডিয়ামে ক্যাসেমিরোর নেতৃত্বাধীন সেলেসাওদের আথিতিয়তা দেবে হাকিম জিয়েখ-আশরাফ হাকিমির দেশ।

কাতারে নিজেদের হেক্সা মিশনে গিয়ে নেইমাররা কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল। বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর পরই কোচের পদ ছেড়ে দেন প্রফেসর তিতে। নতুন কোচের খোঁজে থাকা ব্রাজিল দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয় মেনেজেসের হাতে। ২০২৬ বিশ্বকাপেই শিরোপা জিততে মরিয়া ব্রাজিলিয়ানরা। তাই জয় দিয়ে শুরু করতে চায় ভিনিসিয়াস-রদ্রিগোরা।

বিশ্বকাপে ব্যর্থ মিশনের পরও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ঠিকঠাক ধরে রাখে ব্রাজিল। যদিও সেলেসাওদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আগের দিন বিশ্বচ্যাম্পিয়ন মেসিরা পানামাকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে বিশ্বজয়ের উৎসব করেছে।

বিশ্বকাপের পর অনেকটা নতুন মোড়কেই নামছে ব্রাজিল। চোটের কারণে দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভা। এছাড়া বিশ্রাম দেওয়া হয়ে অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারেস, রাফিনিয়াদের। তাদের জায়গায় জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণের পথে ডাক পেয়েছেন সদ্যই যুব কোপা আমেরিকার শিরোপা জেতা আন্দ্রে সান্তোস, ভিটর রকি, রবার্ত রেনান, মিকাইলের মতো উদীয়মান ফুটবলাররা।

অন্যদিকে হোম ম্যাচে শক্তিশালী স্কোয়াড নিয়ে নামছে মরক্কো। কোচ ওয়ালিদের আস্থা ধরে রেখেছেন আশরাফ হাকিমি-হাকিম জিয়েখ, সোফয়ান আম্রাবাত, আজেদিন ওনাহিরা। গোলবারে আস্থার প্রতিক ইয়াসিন বুনোতো থাকছেনই।

ফুটবল ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ব্রাজিলের মুখোমুখি হওয়ার অপেক্ষায় মুসলিম প্রধান দেশ মরক্কো। আগের দুবারের দেখায় প্রতিবারই সেলেসাওদের কাছে হেরেছে অ্যাটলাস লায়ন্সরা।

বাংলাদেশ সময়: ১৪:৪২:০১   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ