অভিষিক্ত জোসেলুর জোড়া গোলে জয় স্পেনের

প্রথম পাতা » খেলাধুলা » অভিষিক্ত জোসেলুর জোড়া গোলে জয় স্পেনের
রবিবার, ২৬ মার্চ ২০২৩



অভিষিক্ত জোসেলুর জোড়া গোলে জয় স্পেনের

অভিষিক্ত জোসেলুর জোড়া গোলে নরওয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো বাছাইপর্বের মিশন শুরু করেছে স্পেন। এদিন মালগার লা রোসাদেলা স্টেডিয়ামে ঘরের মাঠে নামার মাত্র চার মিনিটের মধ্যেই জোড়া গোল করেন ৩২ বছর বয়সে অভিষিক্ত জোসেলু।

তারুণ্য নির্ভর স্পেন ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল। এদিন জোসেলু ছাড়া অন্য গোলটি করেন দানি ওলমো। অন্যদিকে ইনজুরির কারণে স্কোয়াডে ছিলেন না সফরকারীদের অন্যতম সেরা তারকা হল্যান্ড। এই মৌসুমে ইংলিশ লিগে এই সর্বোচ্চ গোলদাতাকে ছাড়া মাঠে নেমে কিছুটা বেকায়দায় পড়েছিল নরওয়েজিয়ান শিবির।

ম্যাচের ১৩তম মিনিটে আলেহান্দ্রো বালদের কাটব্যাক থেকে দানি ওলমোর ফ্লিকে এগিয়ে যায় স্পেন। যদিও এর দুই মিনিট পরেই স্বাগতিকদের বিপক্ষে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সফরকারীরা। কিন্তু মার্টিন ওডেগোরের শট ঠেকিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো।

দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের ২৫তম মিনিটে আবারও বড় সুযোগ পেয়েছিল ওলমো। কিন্তু গোলপোস্টে লেগে তা ফিরে আসে। এর চার মিনিটের মধ্যেই দুই দলই আরও দুটি করে সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোল ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে উঠে স্প্যানিশরা। যদিও ম্যাচের ৫৫তম মিনিটে প্রায় গোল হজম করতে বসেছিল স্পেন। রক্ষণভাগের ফুটবলার নাচোর গায়ে লেগে বল প্রায় জালেই জড়াতে যাচ্ছিল, কিন্তু দুর্দান্ত ক্ষিপ্রতায় দলকে বাঁচিয়ে দেন আরিসাবালাগা।

ম্যাচের ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ৩২ বছর বয়সে অভিষেক হওয়া জোসেলু। দুই মিনিটের ব্যবধানেই জোড়া পূরণ করেন জোসেলু। এতে নিজের মাটিতে ইউরো বাছাইপর্বে টানা ২৩ জয়ের কীর্তি নিয়ে মাঠ ছাড়ে লা রোজারা।

এদিকে আরেক ম্যাচে ওয়েলসের বিপক্ষে ১-১ গোলের ড্রতে ইউরো বাছাইপর্ব শুরু করেছে ক্রোয়েশিয়া। ম্যাচের ২৮তম মিনিটে আন্দ্রেজ ক্রামারিচের গোলে লিড পায় ক্রোয়েটরা। কিন্তু ইনজুরি টাইমে নাথান ব্রোডহেডের গোলে এক পয়েন্ট ছিনিয়ে নেয় ওয়েলস।

বাংলাদেশ সময়: ১২:৫৭:২২   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
রিশাদের দলের বিপক্ষে নেমেই পিএসএলে ইতিহাস গড়লেন হোল্ডার
২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ