সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বুধবার, ২৯ মার্চ ২০২৩



সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিল আয়ারল্যান্ড। তবে প্রথম ম্যাচে হেরে এখন সিরিজ হারানোর শঙ্কায় পড়েছে দলটি। অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত লাল-সুবজের প্রতিনিধিরা।

বুধবার (২৯ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আজকের ম্যাচটি জিততে পারলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। সে লক্ষ্যে একাদশ সাজাতে অতীত পরিসংখ্যানকেই হয়তো গুরুত্ব দেবে বাংলাদেশ।

ওপেনিংয়ে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাতে যথারীতি ব্যাট হাতে দেখা যাবে লিটন দাস ও রনি তালুকদারকে। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় নিশ্চিতভাবেই থাকবেন। এর মধ্যে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

এরপরে মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটোয়ারিও একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে আগের ম্যাচে তেমন ভালো করতে পারেননি নাসুম আহমেদ। মাত্র এক ওভার বল করার সুযোগ পেলেও ছিলেন বেশ খরুচে। তাতে এই জায়গায় অভিষেক হতে পারে রিশাদ হোসেনের।

পেস অ্যাটাকে প্রথম ম্যাচের মতোই তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানকে দেখার সম্ভাবনাই প্রবল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১:২৪:১০   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ