সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বুধবার, ২৯ মার্চ ২০২৩



সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিল আয়ারল্যান্ড। তবে প্রথম ম্যাচে হেরে এখন সিরিজ হারানোর শঙ্কায় পড়েছে দলটি। অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত লাল-সুবজের প্রতিনিধিরা।

বুধবার (২৯ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আজকের ম্যাচটি জিততে পারলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। সে লক্ষ্যে একাদশ সাজাতে অতীত পরিসংখ্যানকেই হয়তো গুরুত্ব দেবে বাংলাদেশ।

ওপেনিংয়ে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাতে যথারীতি ব্যাট হাতে দেখা যাবে লিটন দাস ও রনি তালুকদারকে। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় নিশ্চিতভাবেই থাকবেন। এর মধ্যে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

এরপরে মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটোয়ারিও একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে আগের ম্যাচে তেমন ভালো করতে পারেননি নাসুম আহমেদ। মাত্র এক ওভার বল করার সুযোগ পেলেও ছিলেন বেশ খরুচে। তাতে এই জায়গায় অভিষেক হতে পারে রিশাদ হোসেনের।

পেস অ্যাটাকে প্রথম ম্যাচের মতোই তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানকে দেখার সম্ভাবনাই প্রবল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১:২৪:১০   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে স্তব্ধ করে ভ্যালেন্সিয়ার জয় উদযাপন
পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের
৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ
মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি
শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড
টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেই অবসরে যেতে চান মার্টিনেজ
চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ