বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে গুঞ্জন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মৌসুমে খেলার অনাপত্তিপত্র (এনওসি) পাচ্ছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার লিটন দাস। তবে এবার ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে এই প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনও সাকিব-লিটনদের কোনো এনওসি দেওয়া হয়নি।
নাজমুল হাসান পাপন বলেন, আপনারা যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। আমরা এখনও দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। শুনেছি, এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না এটাই হলো সমস্যা।
বিসিবি সভাপতি জানালেন, ওদের (সাকিব-লিটন) নিয়ে জানতে চাওয়া হয়েছিল, তারা কখন অ্যাভেইলেভেল আমরা তাদের বলেছি। সেই অনুযায়ী সাকিব-লিটনদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনোদিন পরিবর্তন হয়, তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার।
আইরিশদের বিপক্ষে সাকিবের টেস্ট খেলা নিয়ে তিনি জানালেন, না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই।
ক্রিকেটারদের নিয়ে প্রত্যাশা কেমন প্রশ্নে পাপন বললেন, খেলাবে কিনা তাও তো জানি না। আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে, তাহলে আমি প্রত্যাশা করতে পারি। যদি না খেলায়, তাহলে কি প্রত্যাশা করবো? আগে দেখি খেলায় কি না।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৮ ১৩৪ বার পঠিত