নারায়ণগঞ্জে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ ব্যবস্থা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ ব্যবস্থা শুরু
সোমবার, ৩ এপ্রিল ২০২৩



নারায়ণগঞ্জে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ ব্যবস্থা শুরু

নারায়ণগঞ্জে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিতরণের ব্যবস্থা শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে কোন ধরণের ভোগান্তি ছাড়াই গ্রহকরা স্বল্প সময়ে নিজ এলাকা থেকে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য ািনশ্চিত করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, টিসিবির পণ্য বিতরণে বেশ কিছু এলাকায় অনিয়ম ও গ্রাহকদের ভোগান্তির অভিযোগ উঠছে। এই অনিয়ম ও জনভোগান্তি দূর করতে জেলা প্রশাসন হাতের “মুঠোয় টিসিবি” নামে এ্যাপস উদ্ভাবন করেছে।

যার মাধ্যমে জেলার সকল উপজেলা, ইউনয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে টিসিবির পণ্য যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা যাবে। ডিলার বা জনপ্রতিনিধিদের কেউ কোন ধরণের অনিয়ম বা দূর্ণীতির চেষ্টা করলে সাথে সাথে তা ্এ্যাপসে ধরা পড়বে।

এছাড়া কোন গ্রাহক নির্ধারিত বরাদ্দের বেশি একাধিকবার পণ্য ক্রয়ের চেষ্টা করলে সেটিও এই এ্যাপস নিয়ন্ত্রন করবে। কোন ডিলার কতজন গ্রাহকের মাঝে কি পরিমান পণ্য সরবরাহ করেছেন সেই হিসেব তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন এই এ্যাপসের মাধ্যামে জানতে পারবে।

সরকারি পণ্যের যথাযথ ব্যবহারের পাশাপাশি যে কোন ধরনের অনিয়ম ও দূর্ণীতি রোধ করতে পারবে এই এ্যাপস।

নারায়ণগঞ্জ জেলায় বরাদ্দকৃত দুই লাখ এক হাজার চারশ’ বিশটি স্মার্ট কার্ডের মধ্যে এক লাখ সত্তুর হাজার কার্ড গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়েছে। আগামি রমজানের পূর্বে সকল গ্রাহকের হাতে তাদের স্মার্ট কার্ড পৌঁছে দেয়াসহ শতভাগ সেবা প্রদানের প্রত্যাশা করছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২০   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিক রাজু আহমেদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
মেয়াদউত্তীর্ণ পন্য বিক্রির দায়ে মুসলিম সুইটস ও কবির স্টোরকে জরিমানা
সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৩
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা যাবে না: গিয়াসউদ্দিন
বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে
ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচলের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার
অর্থনৈতিক উন্নয়নের হাই-রোডে ওঠার জন্য কাঠামোগত রূপান্তরের পরবর্তী ধাপ জরুরি
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ - ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ