জার্মান কাপ থেকে বায়ার্ন মিউনিখের বিদায়

প্রথম পাতা » খেলাধুলা » জার্মান কাপ থেকে বায়ার্ন মিউনিখের বিদায়
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



জার্মান কাপ থেকে বায়ার্ন মিউনিখের বিদায়

বিশবার জার্মান কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বায়ার্ন মিউনিখ। সেই রেকর্ডসংখ্যক চ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেখাল ফ্রেইবুর্ক। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বায়ার্নকে ২-১ গোলে পরাস্ত করে ফ্রেইবুর্গ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ফ্রেইবুর্গ। ম্যাচটিতে ফ্রেইবুর্গের হয়ে গোল করেন নিকোলাস হোফলার ও লুকাস হোলার। আর বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন দেয়দ উপেমেকানো।

ম্যাচটিতে প্রথমে এগিয়ে যায় বায়ার্ন। ১৯ মিনিটে ফ্রান্সের ডিফেন্ডার দেয়দ উপেমেকানো দলকে লিড গোল এনে দেন। কিন্তু সমতায় ফিরতে বেশিক্ষণ লাগেনি ফ্রেইবুর্গের। ২৭ মিনিটে গোল পোস্ট থেকে দূরে দাঁড়িয়ে বুলেট গতির শট নেন নিকোলাস হোফলার। তাতেই আসে ১-১ সমতা।

এভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও ব্যবধান অপরিবর্তিত থাকে। ম্যাচে তখন চলছিল অতিরিক্ত সময়ের খেলা। এর মাঝেই নিজেদের ডি-বক্সের মধ্যে জামাল মুসিয়ালার হাতে বল লাগে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে জয় উপহার দেন জার্মান ও ফ্রেইবুর্গ ফরোয়ার্ড লুকাস হোলার।

এই ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বায়ার্ন। ৬৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে গোলমুখে ১৬টি শট নিয়েছে দলটি, যার মধ্যে ৪টি ছিল অনটার্গেট। আর ফ্রেইবুর্গের ১০ শটের বিপরীতেও লক্ষ্যে ছিল ৪টি। তবে মন্দ কপাল নিয়ে বিদায় নিতে হলো বায়ার্ন মিউনিখকে।

এ দিকে একই রাতে ২-০ গোলে ইউনিয়ন বার্লিনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

বাংলাদেশ সময়: ১১:০৭:৫৭   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ