এল ক্লাসিকোতে আবারও রোমাঞ্চ ছড়াতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম পর্বে ১-০ গোলের জয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সা। এবার দ্বিতীয় বাধা পার করতে পারলেই ফাইনালে চলে যাবে কাতালানরা।
বুধবার (৫ মার্চ) রাত ১টায় ন্যু ক্যাম্পে কোপা দেল রে সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আগের পর্বে ১-০ গোলের জয়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরি ভাবাচ্ছে বার্সা কোচকে। ইনজুরিতে খেলতে পারবেন না ওসমান ডেম্বেলে, মিডফিল্ডার পেদ্রি, ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন। সে তুলনায় ইনজুরি নিয়ে নির্ভার রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
তবে চাপের মধ্যেও ঘুরে দাঁড়ানোর কঠিন মানসিকতার কথা জানেন বার্সা কোচ। তাই রিয়াল যে ফিরতি পর্বে ঘুরে দাঁড়াতে চাইবে সেটা জেনেই সতর্ক থাকছেন তিনি। লিগের শেষ ম্যাচে বেনজেমার দ্রুততম হ্যাটট্রিকে বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছেন জাভি। আবার ম্যাচটিতে ফিরেছেন ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার।
ফলে বার্সার জন্য এবারের পরীক্ষা বেশ কঠিনই হতে চলেছে। অন্যদিকে গোল ব্যবধান ঘুচিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া হয়ে রয়েছে মাদ্রিদ শিবির। দলের তারকাদের নিয়ে তাই বাড়তি পরিকল্পনা করছেন আলচেলত্তিও।
বাংলাদেশ সময়: ১১:১৭:১৩ ১২৩ বার পঠিত