স্বাধীনতাবিরোধীরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়: ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতাবিরোধীরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়: ধর্ম প্রতিমন্ত্রী
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



স্বাধীনতাবিরোধীরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়: ধর্ম প্রতিমন্ত্রী

স্বাধীনতাবিরোধী শক্তি ধর্মকে ব্যবহার করে দেশে রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন ঘনিয়ে এলেই একটি মহল দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, গ্রেনেড হামলা করেছে; তারা একই সূত্রে গাঁথা। তারাই ধর্মকে ব্যবহার করে দেশে রাজনীতি করতে চায়।’

মো. ফরিদুল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে চেয়েছিলেন। কিন্তু ২০২০ সালের মধ্যেই তিনি তা বাস্তবায়ন করেছেন। তিনি চেয়েছিলেন ২০৩১ সালের মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে পা ফেলবেন। সেটা ২০২২ সালের মধ্যেই পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণের মধ্য দিয়ে উন্নত দেশে পা ফেলেছে। এখন পদ্মা সেতু থেকে বাংলাদেশের দৈনিক আয় ৩ কোটি টাকা। বছরে যে আয় হবে, তা এক সময়ের মোট বাজেটের চেয়েও বেশি।’

তিনি আরও বলেন, ‘গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, সে অগ্রযাত্রাকে যাতে কেউ রোধ করতে না পারে সেদিকে সচেতন থাকতে হবে। আমারা একজন ভোটার, ভোটটি আমাদের আমানত। এই আমানত যে অপাত্রে দিবে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।
সংলাপে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতসহ বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৭   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইসিজে’র প্রার্থীতার বিষয়ে ঢাকার সমর্থন চেয়েছে যুক্তরাজ্য
ছাত্র-শিক্ষকের উন্নত সম্পর্কের ওপর গুরুত্বারোপ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
কুমিল্লায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতি পরিদর্শন তিন উপদেষ্টার
লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে: বিডা চেয়ারম্যান
তিস্তায় সহায়তা দিতে প্রস্তুত চীন, সিদ্ধান্তের দায়িত্ব বাংলাদেশের
করিডর ইস্যুতে চীন যুক্ত নয় : রাষ্ট্রদূত
অধিকার আদায় করতে তরুণদের যেন প্রাণ দিতে না হয় : আলী রীয়াজ
ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
ভারতের ১২টি ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তানের সেনাবাহিনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ