ইউরোপে সবচেয়ে বেশি আয় করেন লা লিগার রেফারিরা

প্রথম পাতা » খেলাধুলা » ইউরোপে সবচেয়ে বেশি আয় করেন লা লিগার রেফারিরা
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩



ইউরোপে সবচেয়ে বেশি আয় করেন লা লিগার রেফারিরা

অর্থের ঝনঝনানিতে লা লিগা থেকে অনেক এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে একদিক থেকে ইপিএল থেকে এগিয়ে আছে লা লিগা। আর তা হচ্ছে রেফারিদের সম্মানী। লা লিগার রেফারিরা ইউরোপের যেকোনো লিগের চেয়ে বেশি বেতন পান।

স্পেনের গণমাধ্যম মার্কা গত বুধবার (৫ এপ্রিল) তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, ইউরোপে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন স্পেনের রেফারিরা। প্রতি মাসে ১২ হাজার ৫০০ ইউরো বেতন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা দেয়া হয় তাদের। শুধু তা-ই নয়, নির্ধারিত বেতনের সঙ্গে আছে ম্যাচপ্রতি বাড়তি ভাতা। লা লিগায় একটি ম্যাচ পরিচালনা করলে দেয়া হয় ৪ হাজার ২০০ ইউরো করে। আর ভিএআর রেফারি হিসেবে থাকলে দেয়া হয় ২ হাজার ১০০ ইউরো।

একজন ইউরোপীয় রেফারি মাসে ২০টি ম্যাচ পরিচালনা করে থাকেন। স্প্যানিশ লিগের পাশাপাশি একজন রেফারির আয় আসে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স কাপ থেকেও। স্পেনের রেফারিদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন আন্তোনিও মাতেও লাহোজ।

এদিকে একজন রেফারি যতটা অর্থ আয় করেন নিজ দেশের লিগের ম্যাচ পরিচালনা করে, তার চেয়ে কম আয় করেন চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপা লিগে রেফারিং করে। ইংলিশ প্রিমিয়ার লিগের একজন রেফারিকে ম্যাচপ্রতি দেয়া হয় ১ হাজার ৩০০ ইউরো। যেখানে লা লিগার রেফারিরা প্রতি ম্যাচে পান ৪ হাজার ২০০ ইউরো।

শুধু যে লা লিগার রেফারিদের থেকে প্রিমিয়ার লিগের রেফারিরা কম বেতন পান তেমন নয়। বুন্দেসলিগা, সিরি আ কিংবা লিগ ওয়ানের রেফারিরা মাসে পান যথাক্রমে ৩ হাজার ৬০০, ৩ হাজার ৪০০ এবং ২ হাজার ৯০০ ইউরো।

বাংলাদেশ সময়: ১১:২১:৪১   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার যারা
প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ