অর্থের ঝনঝনানিতে লা লিগা থেকে অনেক এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে একদিক থেকে ইপিএল থেকে এগিয়ে আছে লা লিগা। আর তা হচ্ছে রেফারিদের সম্মানী। লা লিগার রেফারিরা ইউরোপের যেকোনো লিগের চেয়ে বেশি বেতন পান।
স্পেনের গণমাধ্যম মার্কা গত বুধবার (৫ এপ্রিল) তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, ইউরোপে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন স্পেনের রেফারিরা। প্রতি মাসে ১২ হাজার ৫০০ ইউরো বেতন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা দেয়া হয় তাদের। শুধু তা-ই নয়, নির্ধারিত বেতনের সঙ্গে আছে ম্যাচপ্রতি বাড়তি ভাতা। লা লিগায় একটি ম্যাচ পরিচালনা করলে দেয়া হয় ৪ হাজার ২০০ ইউরো করে। আর ভিএআর রেফারি হিসেবে থাকলে দেয়া হয় ২ হাজার ১০০ ইউরো।
একজন ইউরোপীয় রেফারি মাসে ২০টি ম্যাচ পরিচালনা করে থাকেন। স্প্যানিশ লিগের পাশাপাশি একজন রেফারির আয় আসে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স কাপ থেকেও। স্পেনের রেফারিদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন আন্তোনিও মাতেও লাহোজ।
এদিকে একজন রেফারি যতটা অর্থ আয় করেন নিজ দেশের লিগের ম্যাচ পরিচালনা করে, তার চেয়ে কম আয় করেন চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপা লিগে রেফারিং করে। ইংলিশ প্রিমিয়ার লিগের একজন রেফারিকে ম্যাচপ্রতি দেয়া হয় ১ হাজার ৩০০ ইউরো। যেখানে লা লিগার রেফারিরা প্রতি ম্যাচে পান ৪ হাজার ২০০ ইউরো।
শুধু যে লা লিগার রেফারিদের থেকে প্রিমিয়ার লিগের রেফারিরা কম বেতন পান তেমন নয়। বুন্দেসলিগা, সিরি আ কিংবা লিগ ওয়ানের রেফারিরা মাসে পান যথাক্রমে ৩ হাজার ৬০০, ৩ হাজার ৪০০ এবং ২ হাজার ৯০০ ইউরো।
বাংলাদেশ সময়: ১১:২১:৪১ ১৩১ বার পঠিত