বঙ্গ বাজারের শরীয়তপুরের ক্ষতিগ্রস্তদের সঙ্গে উপ-মন্ত্রী শামীমের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গ বাজারের শরীয়তপুরের ক্ষতিগ্রস্তদের সঙ্গে উপ-মন্ত্রী শামীমের বৈঠক
শনিবার, ৮ এপ্রিল ২০২৩



বঙ্গ বাজারের শরীয়তপুরের ক্ষতিগ্রস্তদের সঙ্গে উপ-মন্ত্রী শামীমের বৈঠক

সম্প্রতি রাজধানীর বঙ্গ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শরীয়তপুর- ২ (নড়িয়া ও সখিপুর) নির্বাচনী এলাকার শতাধিক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন, পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।

আজ জাতীয় সংসদের নিজ কার্যালয়ে এ বৈঠক করেন তিনি। বৈঠকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতির কথা জানান উপ-মন্ত্রীর কাছে।

এসময় পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দূর্গতদের পাশে থাকেন। তিনি হচ্ছেন মানবতার মা। আপনারা যাতে সঠিকভাবে সরকারি সহযোগিতা পান সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও আপনাদের পাশে থাকবো। আপনারা ধৈয্য ধারণ করুন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ যাতে সহযোগিতার তালিকা থেকে বাদ না পড়ে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগই বিপদে মানুষের পাশে থাকে। মুখে বড় বড় কথা বললেও অন্য কোনো দল মানুষের পাশে থাকে না।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলতাফ হোসেন উকিল, খোকন মাঝি, মিজানুর রহমান, হাসেম মৃধা।

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য চরআত্রা ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী, নওপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মুন্সী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, সখিপুর থানা যুবলীগের আহবায়ক খালেক খালাসী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমূখ।

পরে উপ-মন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে ইফতার করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০২   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাজু ভাস্কর্যে ঢামেক শিক্ষার্থীদের উপস্থিতি প্রেরণা জোগায়: আসিফ মাহমুদ
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জানালেন ফখরুল
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ