ইমরুল-সাকিব নৈপুণ্যে হ্যাটট্রিক জয় মোহামেডানের

প্রথম পাতা » খেলাধুলা » ইমরুল-সাকিব নৈপুণ্যে হ্যাটট্রিক জয় মোহামেডানের
শনিবার, ৮ এপ্রিল ২০২৩



ইমরুল-সাকিব নৈপুণ্যে হ্যাটট্রিক জয় মোহামেডানের

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা তৃতীয় জয় তুলে নিয়ে সুপার লিগে যাওয়ার পথে বেশ ভালোভাবেই টিকে থাকলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম পাঁচ ম্যাচের ৪টিতে হারের পর সাকিব আল হাসান যোগ দেওয়ার পরই ষষ্ঠ ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। জয়ের ধারা অব্যাহত রেখে টানা তিন ম্যাচ জিতলো মোহামেডান।

পারিবারিক কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে সরিয়ে নিলেও ঘরোয়া ক্রিকেটে মোহামেডানের হয়ে খেলতে নামেন সাকিব। শনিবার (৮ এপ্রিল) অধিনায়ক ইমরুল কায়েসের সেঞ্চুরি এবং সাকিবের অলরাউন্ড পারফরমেন্সে সিটি ক্লাবকে ১০১ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় সিটি ক্লাব। ১২১ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৪ রান করেন ইমরুল।

অন্যদিকে ৭ চার ও ৪ ছক্কায় ৫৯ বলে ৭১ রান করেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। এ ছাড়া তরুণ মহিদুল ইসলাম অংকন ২ চার ও ৪ ছক্কায় ৫২ বলে ৬৫ রানের মারকাটারি ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৮ রানের বড় সংগ্রহ পায় মোহামেডান।

সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ২ চার ও এক ছক্কায় ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন সাকিব। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান।

সিটি ক্লাবের হয়ে ৬৮ রানে ৩ উইকেট নেন রায়হান রহমান।

জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৭ রান করে ম্যাচ হারে সিটি ক্লাব। আবদুল্লাহ আল মামুন ৪টি করে চার-ছক্কায় ৬৫ বলে সর্বোচ্চ ৭০ ও অধিনায়ক আসিফ আহমেদ করেন ৫২ রান।

৬৮ রানে ৩ উইকেট নিয়ে মোহামেডানের হয়ে সেরা বোলার ছিলেন ইংল্যান্ডের জ্যাক লিন্টট। নাজমুল ইসলাম, সাকিব, মিরাজ এবং সৌম্য সরকার একটি করে উইকেট নেন।

এই জয়ে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো মোহামেডান। গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবেরও ৭ করে পয়েন্ট আছে। রান রেটের হিসেবে গাজী ও রূপগঞ্জ আছে যথাক্রমে পঞ্চম ও সপ্তম স্থানে। ৮ ম্যাচের সবকটিতে জিতে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী লিমিটেড।

বাংলাদেশ সময়: ২৩:২১:৩৮   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ