আবারও ক্যাম্প ন্যুতে মেসি স্লোগান

প্রথম পাতা » খেলাধুলা » আবারও ক্যাম্প ন্যুতে মেসি স্লোগান
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩



আবারও ক্যাম্প ন্যুতে মেসি স্লোগান

টানা দুই ম্যাচ ধরে বার্সেলোনার সমর্থকরা মেসির নাম ধরে স্লোগান দিচ্ছে। তাদের একটাই চাওয়া, প্রিয় তারকাকে আবারও ফিরিয়ে আনা হোক। মেসির স্লোগানে ক্যাম্প ন্যু উত্তাল, তবে বার্সা কোচ জাভির ভাবনায় এখন শুধুই লিগ শিরোপা।

পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক ভালো নয় এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। এমনও গুঞ্জন উঠেছে, চলতি মৌসুম শেষে আবারও বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন মেসি। যদিও এখনও সবই গুঞ্জন। তবে বার্সা সমর্থকরা এখন থেকেই তাদের প্রিয় খেলোয়াড়কে দেখতেই স্লোগান দিয়ে যাচ্ছে গত দুই ম্যাচ ধরে।

সোমবার (১০ এপ্রিল) জিরোনার বিপক্ষে ম্যাচের দশম মিনিটে মেসি স্লোগান গায় সমর্থকরা। দশম মিনিটটা বেছে নিয়েছে সমর্থকরা কারণ মেসি বার্সেলোনাতে ১০ নম্বর জার্সি পরতেন।

টানা দ্বিতীয় ম্যাচে মেসি স্লোগান শুনে সাংবাদিকরা এবার প্রশ্ন করলেন জাভির কাছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘লিওর নামটি অবশ্যই রোমাঞ্চ জাগায়। গত দুই ম্যাচ ধরেই তারা লিওর নামে গান ধরছে। তবে দেখা যাক কী হয়। আপাতত আমাদের মনোযোগ দিতে হবে মৌসুমের বাকিটায়, শেষ কাজটুকু যেন ঠিকঠাক করতে পারি। এখনই আমরা লিগ জিতে যাইনি।’

এদিকে জিরোনার বিপক্ষে প্রত্যাশিত ফল পায়নি জাভির দল। পুরো ম্যাচে আধিপত্য ধরে খেলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লেভাদের। জিরোনাকে ড্র এনে দিতে বিরাট ভূমিকা রেখেছেন দলের আর্জেন্টাইন গোলরক্ষক গাজ্জানিগা।

তবে এই ম্যাচে ড্র করেও রিয়ালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে আছে তারা। ২৮ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭২ এবং রিয়ালের ৫৯। ৫৭ পয়েন্ট নিয়ে তিন নম্বর অবস্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৪৮   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
সাকিব-তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে : ফারুক
১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
নিজ মাঠে ফর্টিসের কাছে কিংসের হার, ব্রাদার্সের গোলোৎসব
ডার্বি ম্যাচে শেষ মুহূর্তের ২ গোলে ইউনাইটেডের কাছে হারল সিটি
বিজয় দিবসে জয় উপহার দিল নারী ক্রিকেটাররাও

News 2 Narayanganj News Archive

আর্কাইভ