যে কারণে মুস্তাফিজকে নিয়েও হারল দিল্লি

প্রথম পাতা » খেলাধুলা » যে কারণে মুস্তাফিজকে নিয়েও হারল দিল্লি
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



যে কারণে মুস্তাফিজকে নিয়েও হারল দিল্লি

আইপিএলের ১৬তম আসরে এখনও জয়ের দেখা পায়নি দিল্লি ক্যাপিটালস। একে একে চারটি ম্যাচে হেরে এখন পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি। সবশেষ হারের দিনে একাদশে ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এ দিকে দলটির এমন হারের কারণ হিসেবে কয়েকটি বিষয় সামনে এসেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) অরুন জেটলি স্টেডিয়ামে আইপিএলের ১৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচটিতে শেষ বলে নাটকীয় জয় পায় মুম্বাই।

এ দিন বল হাতে নিজের প্রথম ওভারে ১৩ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে ছিলেন বেশ ইকোনমিক্যাল। দিয়েছেন মাত্র ২ রান। ১৭তম ওভারে নিজের তৃতীয় ওভারের বল করেন কাটার মাস্টার। সে সময়ে তিনি দুটি বাউন্ডারিতে ৮ রান দিলেও তুলে নেন রোহিত শর্মার মূল্যবান উইকেটটি।

চলতি আইপিএলে মুস্তাফিজের এটিই প্রথম শিকার। আর সেই উইকেটের কারণে ম্যাচ থেকে প্রায় ছিটকে যাওয়া দিল্লি আবারও ম্যাচে ফেরার সুযোগ পায়। তবে নিজের চতুর্থ ওভারে আবার দিল্লিকে ছিটকে দেন দ্য ফিজ। ১৯তম ওভারে বল করতে এসে চতুর্থ ও ষষ্ঠ বলে ছক্কার মার খান তিনি। তাতে ম্যাচ জয়ের কাছে চলে যায় মুম্বাই।

ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, ‘মুস্তাফিজ কোথায় বল করবে, এটি আগে থেকেই ব্যাটসম্যান বুঝতে পেরেছিল। মুস্তাফিজ সে সময়ে বলের জায়গা পরিবর্তন করে আরেকটু সামনে কিংবা ওয়াইড করতে পারত।’

সাইমন ডুলও প্রায় একই কথা বলেছেন। তিনি ক্রিকবাজের পোস্ট ম্যাচ অনুষ্ঠানে বলেন, ‘মুস্তাফিজ ব্যাটসম্যানদের পরিচিত জায়গাতে বল করেছে। ফলে ওই সময়ে কাজের কাজটি করা সম্ভব হয়নি। এইটুকু সে বুঝতে পারলে ম্যাচ জয় অসম্ভব ছিল না।’

মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৩৯   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ