যে কারণে মুস্তাফিজকে নিয়েও হারল দিল্লি

প্রথম পাতা » খেলাধুলা » যে কারণে মুস্তাফিজকে নিয়েও হারল দিল্লি
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



যে কারণে মুস্তাফিজকে নিয়েও হারল দিল্লি

আইপিএলের ১৬তম আসরে এখনও জয়ের দেখা পায়নি দিল্লি ক্যাপিটালস। একে একে চারটি ম্যাচে হেরে এখন পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি। সবশেষ হারের দিনে একাদশে ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এ দিকে দলটির এমন হারের কারণ হিসেবে কয়েকটি বিষয় সামনে এসেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) অরুন জেটলি স্টেডিয়ামে আইপিএলের ১৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচটিতে শেষ বলে নাটকীয় জয় পায় মুম্বাই।

এ দিন বল হাতে নিজের প্রথম ওভারে ১৩ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে ছিলেন বেশ ইকোনমিক্যাল। দিয়েছেন মাত্র ২ রান। ১৭তম ওভারে নিজের তৃতীয় ওভারের বল করেন কাটার মাস্টার। সে সময়ে তিনি দুটি বাউন্ডারিতে ৮ রান দিলেও তুলে নেন রোহিত শর্মার মূল্যবান উইকেটটি।

চলতি আইপিএলে মুস্তাফিজের এটিই প্রথম শিকার। আর সেই উইকেটের কারণে ম্যাচ থেকে প্রায় ছিটকে যাওয়া দিল্লি আবারও ম্যাচে ফেরার সুযোগ পায়। তবে নিজের চতুর্থ ওভারে আবার দিল্লিকে ছিটকে দেন দ্য ফিজ। ১৯তম ওভারে বল করতে এসে চতুর্থ ও ষষ্ঠ বলে ছক্কার মার খান তিনি। তাতে ম্যাচ জয়ের কাছে চলে যায় মুম্বাই।

ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, ‘মুস্তাফিজ কোথায় বল করবে, এটি আগে থেকেই ব্যাটসম্যান বুঝতে পেরেছিল। মুস্তাফিজ সে সময়ে বলের জায়গা পরিবর্তন করে আরেকটু সামনে কিংবা ওয়াইড করতে পারত।’

সাইমন ডুলও প্রায় একই কথা বলেছেন। তিনি ক্রিকবাজের পোস্ট ম্যাচ অনুষ্ঠানে বলেন, ‘মুস্তাফিজ ব্যাটসম্যানদের পরিচিত জায়গাতে বল করেছে। ফলে ওই সময়ে কাজের কাজটি করা সম্ভব হয়নি। এইটুকু সে বুঝতে পারলে ম্যাচ জয় অসম্ভব ছিল না।’

মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৩৯   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ