ফতুল্লা থেকে অপহৃত কিশোরী ৪ মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা থেকে অপহৃত কিশোরী ৪ মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



ফতুল্লা থেকে অপহৃত কিশোরী ৪ মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

ফতুল্লা থেকে অপহরনের ৪ মাস পর চট্রগ্রামের ইপিজেড থেকে অপহৃত কিশোরী(১৭) কে উদ্ধার সহ জড়িত তিন অপহরনকারী কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল ছয়টার দিকে চট্রগ্রাম জেলার ইপিজেডস্থ ছয়তলা ভবন থেকে অপহৃত কিশোরী কে উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে তিন অপহরনকারী কে।

এর আগে মঙ্গলবার রাতে অপহৃত কিশোরীর ভাই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন কে আসামী করে ফতুল্ল মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলো নেত্রোকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী রজনীকান্দার শাহআলমের পুত্র ইয়াসিন(২২), মৃত নুরু বেপারীর পুত্র শাহ আলাম (৫৫) ও নাসির (৩৫)।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর বোন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত ইয়াসিন প্রায় সময় বাদীর বোন কে উত্যাক্ত করতো। এ নিয়ে বাদীর বোন বিষয়টি পরিবারের সদস্যদের কে অবগত করে। এতে করে ইয়াসিন আরো বেশী ক্ষিপ্ত হয়ে উত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। ২০২২ সালের ২৯ নভেম্বর সকাল ১০ টার দিকে বাদীর বোন স্কুলের কোচিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়।

পরে নির্দিস্ট সময় বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন খুজতে বের হয়। পরিবারের সদস্যরা লোকমুখে জানতে পারে দুপুর দুইটার দিকে অপহৃত কিশোরী কোচিং শেষে বাসায় ফেরার পথে খাঁ বাড়ীর সামনে থেকে অভিযুক্ত আসামীরা অপহরন করে নিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়, মামলা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রী কে উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিন জনকে। জড়িত অপর আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৯   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ