চেলসিকে হারিয়ে সেমিফাইনালে এক পা রিয়ালের

প্রথম পাতা » খেলাধুলা » চেলসিকে হারিয়ে সেমিফাইনালে এক পা রিয়ালের
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



চেলসিকে হারিয়ে সেমিফাইনালে এক পা রিয়ালের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালপর্বের প্রথম ম্যাচে চেলসিকে পাত্তাই দিল না স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইংলিশ ক্লাবটিকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়ালের পক্ষে ম্যাচে একটি করে গোল করেন করিম বেনজেমা ও মার্কো অ্যাসেনসিও।

এ জয়ের ফলে সেরা চারের রাস্তা সহজ হয়ে গেল রিয়ালের। স্ট্যাম্পফোর্ড ব্রিজে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগের ম্যাচে কোনোমতে হার ঠেকাতে পারলেই সেমি নিশ্চিত হবে তাদের। আর এক গোলের ব্যবধানে হারলেও এগিয়ে থাকবেন কার্লো আনচেলত্তির শিষ্যরাই।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। সেই সুবাদে ম্যাচের ২১তম মিনিটে দেখা দেয় প্রথম সাফল্য। দানি কারভাহালের দারুণভাবে উঁচু করে বাড়ানো বল বক্সে পেয়ে ভলি করেন ভিনিসিয়াস। আরিসাবালাগা ঝাঁপিয়ে কোনোমতে এক হাত দিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল খুব কাছ থেকে টোকায় জালে পাঠান বেনজেমা। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে সফররত চেলসি। কিন্তু ম্যাচের ৫৯তম মিনিটে বড় বিপদে পড়ে ইংলিশ ক্লাবটি। এ সময় ডি-বক্সে ঢোকার মুখে রদ্রিগোকে টেনে ফেলে দেন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল। সরাসরি লালকার্ড দেখিয়ে চিলওয়েলকে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি।

এরপর ৭১তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মার্কো অ্যাসেনসিও। আর মাঠে নেমেই করেন বাজিমাত। মাঠে নামার তিন মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৭৪তম মিনিটে মাঠের বামদিকে বক্সের মধ্য থেকে বক্সের বাইরে থাকা অ্যাসেনসিওকে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দেন ভিনিসিয়াস। অ্যাসেনসিও সেটা পেয়েই শট নেন। বল গোলরক্ষকের নাগাল দিয়েই জালে জড়ায়। পরে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩০   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ