টেস্টে দারুণ শুরু করা জাকির হাসান বাংলাদেশের হয়ে খেলতে চান তিন ফরম্যাটে। সেই লক্ষ্যে সঠিক প্রক্রিয়া মেনে কাজ করে যাচ্ছেন তিনি। ইনজুরির কারণে আয়ারল্যান্ড সিরিজ মিস করলেও আক্ষেপ নেই তার। আবারও জাতীয় দলে ফিরে খেলতে চান নিজের সেরা ক্রিকেট।
জাতীয় দলে জাকিরের অভিষেকটা ২০১৮ সালে। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ যখন ওপেনিং নিয়ে ধুঁকছিল তখন হঠাৎ করেই ডাকা হয় জাতীয় দলে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছিল। তবে স্থায়ী হতে পারেননি। প্রায় চার বছর পর আবারও ফিরেছিলেন টাইগার স্কোয়াডে। এবার সাদা পোশাকে। তবে এক সিরিজ পর ইনজুরি ছিটকে দিয়েছে তাকে, যা নিয়ে আক্ষেপ থাকলেও মাঠে ফিরতে মুখিয়ে আছেন এই ওপেনার।
জাকির হাসান বলেন, ‘নিজেকে আমি আনলাকি মনে করি না। কারণ জাতীয় দলে ফিরে খেলতে পারাটা আমার জন্য দারুণ কিছু। কিছু ম্যাচ মিস করেছি। প্রত্যেকটা ম্যাচ খেলতে পারলে ভালো লাগত। পারফর্ম করতে পারলে আরও ভালো লাগে। প্রসেসের মধ্যে আছি। জিম করছি, এখনও ফুল রিদম আসেনি। হয়তো আরও কিছুদিন লাগবে।’
টি-টোয়েন্টির পর অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটেও। ওয়ানডের রঙিন জার্সি এখনও গায়ে জড়ানো হয়নি বাঁহাতি ব্যাটারের। টেস্টটা দারুণ খেললেও তিন সংস্করণে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান জাকির। তিনি বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমি তিন ফরম্যাটে খেলতে চাই। তিন ফরম্যাটে যাতে ভালো খেলতে পারি, সেই চেষ্টা করছি। টেস্ট ভালো খেলেছিলাম, টি-টোয়েন্টিটাও ভালোই খেলি। ওয়ানডে এখনও খেলিনি, হয়তো খেললে ভালো করব।’
আন্তর্জাতিক অঙ্গনে জাকিরের ক্যারিয়ার এখনও অনেক ছোট। তবে স্বপ্ন দেখেন বড়। লম্বা সময় সার্ভিস দিতে চান টাইগার স্কোয়াডে। সেই লক্ষ্যে প্রক্রিয়া মেনে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। তিনি বলেন, ‘ক্রিকেট যেহেতু খেলি, নিজেকে নিয়ে স্বপ্নও দেখি অনেক বড়। বাংলাদেশকে অনেক দিন সার্ভিস দেয়ার ইচ্ছা আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি তো প্রসেস মেনে কাজ করছি।’
দুই টেস্টে একটি সেঞ্চুরি এবং একটি ফিফটিতে ১৮৬ রান করেছেন জাকির হোসেন। আর একমাত্র টি-টোয়েন্টিতে ১০ রান করেছেন এই ব্যাটার।
বাংলাদেশ সময়: ১২:০০:২৭ ১২৫ বার পঠিত