এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না মার্টিনেজের

প্রথম পাতা » খেলাধুলা » এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না মার্টিনেজের
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না মার্টিনেজের

সেভিয়ার বিপক্ষে ম্যাচটা একরকম দুঃস্বপ্নের মতোই কেটেছে ইউনাইটেডের। একে তো দুই গোলের লিড নিয়েও শেষমেশ জয় আদায় করতে পারেনি এরিক টেন হাগের দল। তার ওপর থাকছে দুই ইনজুরির আঘাত।

সেভিয়ার বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ইনজুরির মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন তারকাকে। অনেকেই তখন ধারণা করে নিয়েছিলেন, এই মৌসুমে আর চোট সারবে না। পরীক্ষা শেষে একদিন পর সেই শঙ্কাই সত্যি প্রমাণিত হলো। পায়ের মেটাটারসাল হাড় ভেঙে নেওয়ায় মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামা হবে না আর্জেন্টাইন তারকার।

আক্ষেপে পোড়ার ম্যাচে চোট পেয়েছেন ইউনাইটের আরেক খেলোয়াড় রাফায়েল ভারানও। ফ্রেঞ্চ এই ডিফেন্ডারকেও কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার এক বিবৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ।

ইউনাইটেডের বিবৃতিতে বলা হয়, ‘পায়ের মেটাটারসাল হাড় ভেঙে নেওয়ায় মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন লিসান্দ্রো মার্টিনেজ। তবে আগামী মৌসুমের প্রস্তুতিতে আর্জেন্টাইন ডিফেন্ডার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই ম্যাচে চোটের কারণে বদলি হিসেবে উঠে যাওয়া রাফায়েল ভারানকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডে সবাই লিসান্দ্রো ও ভারানের প্রতি শুভেচ্ছা এবং দ্রুত সুস্থতা কামনা করছে।’

দুই তারকা ফুটবলারের ইনজুরি এখন বেশ বিপদের মুখেই রাখছে ইউনাইটেডকে। কারণ নটিংহাম ফরেস্টের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের আরও চার ফুটবলার। এবার মার্টিনেজ এবং ভারানও যোগ দিলেন সে তালিকায়।

লিগে এখনকার সময়টা ইউনাইটেডের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে টেন হাগের দল। পাঁচে থাকা টটেনহামের চেয়ে ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে তারা। তবে এই ৯ ম্যাচে সেই ব্যবধানটা ধরে রাখতে না পারলে এবারের আসরের মতো পরেরবারও চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না তাদের।

ইউরোপা লিগ এবং এফএ কাপের লড়াইয়েও ভালো সম্ভাবনা আছে রেড ডেভিলদের। তাই গুরুত্বপূর্ণ সময়ে সেরা খেলোয়াড়দের হারানটা শেষমেশ চাপে ফেলতে পারে দলটিকে।

বাংলাদেশ সময়: ১২:১০:১১   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বুমরা-সিরাজে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, বড় জয় ভারতের
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার যারা
প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ