২৫ বছর বয়সে চলে গেলেন কে-পপ তারকা মুনবিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৫ বছর বয়সে চলে গেলেন কে-পপ তারকা মুনবিন
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



২৫ বছর বয়সে চলে গেলেন কে-পপ তারকা মুনবিন

মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল কে-পপ বয় ব্যান্ড অ্যাস্ট্র’র মুনবিনের জীবন। বুধবার (১৯ এপ্রিল) মুনবিনকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। সিউল গ্যাংনাম থানা নিশ্চিত করেছে যে, মুনবিনের ম্যানেজার রাত ৮টা ১০ মিনিটের দিকে সিউলের গ্যাংনাম জেলায় তার বাড়িতে তাকে মৃত অবস্থায় আবিষ্কার করে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, ‘আমরা বর্তমানে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য একটি ময়নাতদন্তের সম্ভাবনা নিয়ে আলোচনা করছি। তবে মনে হচ্ছে মুনবিন নিজের জীবন নিজেই নিয়েছে।’

২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি অভিনয়ে আত্মপ্রকাশ করেন মুনবিন। জনপ্রিয় কে-ড্রামা ‘বয়েজ ওভার ফ্লাওয়ারস’-এ কিম বুমের চরিত্রে অভিনয় করেন তিনি। অ্যাস্ট্র’র সদস্য হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি মুনবিন তার প্রথম সাবইউনিট ‘মুনবিন এবং সানহা’-এর একটি অংশও হয়ে ওঠেন। যেটি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করেছিল।

তার মৃত্যুর আগে, অ্যাস্ট্র ইউনিট ‘মুনবিন এবং সানহা’-এর অংশ হিসেবে আসন্ন কনসার্টে মুনবিনের পারফর্ম করার কথাও ছিল।

মুনবিনের কোম্পানি মৃত্যুর সত্যতা জানিয়ে একটি বিবৃতিতে জানায়, ‘১৯ এপ্রিল, অ্যাস্ট্র’র সদস্য মুনবিন হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলেন এবং আকাশের একটি তারকা হয়ে গেলেন।’

মুনবিন একাধারে যেমন গায়ক ছিলেন তেমনই অভিনয়, নাচ এবং মডেলিংও করতেন। খুব শিগগিরই সমস্ত পুলিশি নিয়ম সারার পর পরিবার, নিকট বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

সূত্র : শম্পি

বাংলাদেশ সময়: ১২:০৫:১২   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অনেক নেতাই আছে, ব্যক্তি স্বার্থে কর্মীদের বিভেদ সৃষ্টি করেন: গিয়াসউদ্দিন
রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বৃদ্ধির জন্য ডব্লিউএফপি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত রকিবুলের
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সৌদি রাষ্ট্রদূত
শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা
কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম
বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারেনা - ধর্ম উপদেষ্টা
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো: শিক্ষা উপদেষ্টা
আলী আহম্মদ চুনকার দুইদিন ব্যাপি ৪১তম ওরশ শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ