ম্যানইউকে বিদায় করে সেমিতে সেভিয়া

প্রথম পাতা » খেলাধুলা » ম্যানইউকে বিদায় করে সেমিতে সেভিয়া
শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩



ম্যানইউকে বিদায় করে সেমিতে সেভিয়া

রামোন সাঞ্চেজ পিজুয়ান স্টেডিয়ামে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রেড ডেভিলদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে সেভিয়া।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঘরের মাঠে ম্যানইউকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া। তাতে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে ইউরোপা লিগ থেকে রেড ডেভিলদের বিদায় করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

আগের লেগ ২-২ গোল সমতায় শেষ হওয়ায় দুই দলের জন্য দ্বিতীয় লেগটি বাঁচা-মরার ম্যাচে পরিণত হয়েছিল। ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগে ডিফেন্ডারদের ভুলে ২-০ গোলে এগিয়ে থাকার পরও সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ম্যানইউকে। প্রতিপক্ষের মাঠেও হলো একই ঘটনার পুনর্মঞ্চায়ন।

ম্যাচ শুরুর ৮ মিনিটেই হ্যারি ম্যাগুইরের ভুলে পিছিয়ে পড়ে ম্যানইউ । সেভিয়ার খেলোয়াড়রা কাছাকাছি থাকা সত্ত্বেও গোলরক্ষক দাভিদ দে হেয়া ডি-বক্সে পাস দেন ম্যাগুইরেকে। সেভিয়ার খেলোয়াড়দের বাধায় তিনি সে বল দখলে রাখতে পারেননি। বল চলে যায় এরিক লামেলার কাছে। তিনি পাস দেন এন-নেসিরিকে। মরক্কান এ স্ট্রাইকার ওয়ান অন ওয়ান পজিশনে দে হেয়াকে পরাস্ত করে বল জালে জড়ান। ম্যাচের ২২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু অরক্ষিত থাকা অ্যারন ওয়ান-বিসাকা সুযোগ পেয়েও ডি-বক্সের বাইরে থেকে দুর্বল শট তুলে দেন সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনোর হাতে।

এর ১২ মিনিট পর বাঁ প্রান্ত থেকে অ্যান্তোনির পাঠানো দারুণ ক্রস ডি-বক্সে পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন ক্যাসেমিরো। তার হেড চলে যায় বারের ওপর দিয়ে।

সমতায় ফেরার বদলে বিরতির পর আরও একটি গোল হজম করে বসে ম্যানইউ। ৪৭ মিনিটে ডান কর্নার থেকে ইভান রেকিটিচের ক্রস ডি-বক্সের ছয় গজ দূরত থেকে দারুণ হেডে জালে জড়ান লুইক বাদে। ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি দাভিদ দা হেয়া।

চার মিনিট পর আবারও গোল হজম করতে বসেছিল ম্যানইউ। তবে জটলার মধ্যে গোলরক্ষক দাভিদ দা হেয়া ও ডিফেন্ডারদের নৈপুণ্যে রক্ষা পায় রেড ডেভিলরা। ৬২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ক্যাসেমিরোর নেয়া শট ফিরিয়ে দেন বোনো।

৮১ মিনিটে দে হেয়ার বড় ভুলে লড়াইয়ে ফেরার শেষ আশাটাও হারিয়ে ফেলে রেড ডেভিলরা। সেভিয়ার ডিফেন্ডার মার্কোস অ্যাকুনা নিজেদের সীমানার বল ক্লিয়ার করতে লম্বা শট নেন। সেটা গিয়ে পড়ে ম্যানইউর ডি-বক্সের বাইরে। এগিয়ে গিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে দে হেয়া বল তুলে দেন এন-নেসিরির কাছে। অরক্ষিত গোলবার পেয়ে সেখান থেকেই শট নেন তিনি। বল জড়ায় জালে।

তাতে ৩-০ গোলের লিড পেয়ে যায় সেভিয়া। ম্যাচে জোড়া গোল পেয়ে যান এন-নেসিরি। জয়ের আনন্দে মেতে ওঠে সেভিয়ার সমর্থকরা। গ্যালারিতে শুরু হয়ে যায় উৎসব। ম্যাচের বাকি সময়ে ফলাফলের আর কোনো পরিবর্তন ঘটেনি। তাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালেই যাত্রা থামে ইংলিশ ক্লাব ম্যানইউর। আর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে স্প্যানিশ ক্লাব সেভিয়া।

বাংলাদেশ সময়: ৪:০২:৪৭   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কোটি টাকা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নদের যাত্রা শুরু
ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন বিসিবির
ম্যানসিটি ও চেলসি হারলেও বড় জয় ম্যান ইউনাইটেডের
টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ইস্ট বেঙ্গলের কাছে বড় হারে বিদায় বসুন্ধরা কিংসের
হতাশার সকালের পর তাইজুলের জোড়া আঘাত
নাটকীয়তায় ভরা ম্যাচে ভারতকে হারিয়ে সাফের ফাইনালে নেপাল
৭-১ ব্যবধানে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
প্রশ্ন করতে গিয়ে টেনে আনলেন অতীত, তোপের মুখে রমিজ রাজা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ