বিসমিল্লাহির রাহমানির রাহিম
যাহারা য়াতীমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তাহারা তাহাদের উপরে অগ্নিভক্ষণ করে; তাহারা জ্বলন্ত আগুনে জ্বলিবে।
– সূরা নিসা : ১০
আল-হাদিস
অধিক বাকসংযম ও শিস্টাচারপরায়ণতা-এই দুইয়ের চেয়ে ভাল কাজ আর কিছুই নাই।
[ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্যার আব্দুল্লাহ সূহরাওয়ার্দীর ‘রাসুলুল্লাহ (সাঃ)-এর বাণী’ থেকে]।
আল্লাহর চোখে সেই সর্বোত্তম, যে তাহার বন্ধুদের চোখে সর্বোত্তম; আর আল্লাহর নিকটবর্তীদের মধ্যে সেই সর্বোত্তম, যে তাহার আপন প্রতিবেশীদের কাছে সর্বোত্তম।
[ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্যার আব্দুল্লাহ সূহরাওয়ার্দীর ‘রাসুলুল্লাহ (সাঃ)-এর বাণী’ থেকে]।
পরম সুখের উদ্যানে সেই প্রবেশ করিবে যাহার হৃদয় সত্য, পবিত্র ও ক্ষমাশীল।
[ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্যার আব্দুল্লাহ সূহরাওয়ার্দীর ‘রাসুলুল্লাহ (সাঃ)-এর বাণী’ থেকে]।
ধর্মীয় কর্তব্য পালন দ্বারা কটু ভাষণের দোষ স্খলন হয় না।
[ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্যার আব্দুল্লাহ সূহরাওয়ার্দীর ‘রাসুলুল্লাহ (সাঃ)-এর বাণী’ থেকে]।
বাংলাদেশ সময়: ১১:৫০:৫৪ ১১৯ বার পঠিত