প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে লিভারপুলকে।
শনিবার (২২ এপ্রিল) দিয়েগো জটার জোড়া ও মোহামেদ সালাহর এক গোলে ৩-২ ব্যবধানে জিতেছে অল রেডরা।
চলতি মৌসুমে লিগ শিরোপার দৌড়ে নেই লিভারপুল। তাদের লড়াইটা এখন সেরা চারে থেকে আগামী চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করা। সে পথে নটিংহ্যাম ফরেস্টও কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল তাদের সামনে।
রক্ষণাত্মক কৌশলে খেলা নটিংহ্যামের জালে বল জড়াতে লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪৭ মিনিট পর্যন্ত। কর্নারে উড়ে আসা বলে ফাবিনিয়োর হেড ফের হেডে ঠিকানা খুঁজে নিয়ে দলকে লিড এনে দেন জটা। তবে তাদের বেশিক্ষণ লিড ধরে রাখতে দেয়নি নটিংহ্যাম। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দলকে সমতায় ফেরান নেকো উইলিয়ামস।
এর চার মিনিট পর অবশ্য আবার লিডে ফেরে লিভারপুল। এবারও স্কোরার জটা। ম্যাচের ৫৫ মিনিটে বাঁ দিক থেকে ইংলিশ ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি কিক ডি-বক্সের মধ্যে বুক ও হাঁটুর সাহায্যে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।
এর ১২ মিনিট না যেতে আবারও লড়াইয়ে ফেরে নটিংহ্যাম। বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে দলকে সমতায় ফেরান মর্গ্যান গিবস-হোয়াইট। পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে অল রেড শিবিরকে বেশিক্ষণ দুশ্চিন্তায় থাকতে দেননি মিশরীয় ফরোয়ার্ড সালাহ। ৭০তম মিনিটে ডান দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ফ্রি কিকে ছয় গজ বক্সের মুখে বল পাঠান, আর ঘিরে থাকা ডিফেন্ডারদের সব বাধা উপেক্ষা করে নিচু শটে স্কোরলাইন ৩-২ এ নিয়ে যান সালাহ। এবার আর অল রেডদের চ্যালেঞ্জ জানাতে পারেনি নটিংহ্যাম। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে লিভারপুল।
৩১ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে লিভারপুল। ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে নটিংহ্যাম। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ১২:০১:২৪ ১২২ বার পঠিত