বিয়ের পর প্রথম ঈদে প্রীতম কত টাকা সালামি দিলেন শেহতাজকে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের পর প্রথম ঈদে প্রীতম কত টাকা সালামি দিলেন শেহতাজকে?
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



বিয়ের পর প্রথম ঈদে প্রীতম কত টাকা সালামি দিলেন শেহতাজকে?

পাঁচ বছর প্রেমের পর ভালোবেসে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শেহতাজ আর সংগীতশিল্পী প্রীতম। বিয়ের পর এবারই প্রথম একসঙ্গে ঈদ উদ্‌যাপন করছেন তারা। নিয়েছন সালামিও।

গত বছরে ২৮ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর নিজেদের বাড়িতেই আছেন তারা। প্ল্যান আছে ঈদের পরই নিজেদের নতুন সংসার পাঁতবেন নতুন বাসায়।

লেকসিটি কনকর্ডে তাদের হবে সুখের সংসার। নতুন সংসার বাঁধার তোড়জোড় চললেও ঈদ আনন্দকে নষ্ট করতে রাজি নন এ তারকা জুটি। তাই সংসার গোছানোর পাশাপাশি আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের বাড়িতে ঘুরে আড্ডা চলবে তাদের।

ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে বরের কাছে সালামি চাওয়ার প্ল্যানও ছিল শেহতাজের। কিন্তু শেহতাজকে অবাক করে দিয়ে চাওয়ার আগেই স্ত্রীকে এবারের ঈদের সালামি দিয়েছেন প্রীতম।

সালামি প্রসঙ্গে শেহতাজ জানান, ‘আমাদের যখন সম্পর্ক শুরু হয়, তখন থেকেই ঈদে সালামি পাই। কিন্তু বিয়ের পরে এবার দেবে কি না জানতাম না। দুপুরে বাসায় এসেই ঈদ সালামি ৫০ হাজার টাকা দিয়েছে। যদিও বিয়ের আগে আরও বেশি সেলামি দিত ও। তবে কত দিয়েছে সেটা বিষয় না, ভালোবাসা দেখিয়েছে সেটাই ঈদের আনন্দ।’

পাঁচ বছর আগে প্রীতমের ‘জাদুকর’ গানের মডেল হিসেবে কাজ করেন শেহতাজ। শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, যা পরে প্রেম এবং শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয় এ তারকা জুটির।

বাংলাদেশ সময়: ১২:৩২:২০   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ